ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেজর লিগ সকারে ফিরছেন দ্রগবা

প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৬

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব মন্ট্রিল ইমপ্যাক্টের হয়ে ২০১৬ মৌসুমেও অংশগ্রহণ করবেন সাবেক চেলসি সুপার স্টার দিদিয়ের দ্রগবা। রোববার ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। ২৭ বছর বয়সী আইভরি কোস্টের এই স্ট্রাইকার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘ইমপেক্ট মন্ট্রিলের মৌসুম পুর্ব প্রস্তুতির কিছু কাজ সারার জন্য কাতারের পথে।’

গত মৌসুমে এমএলএসে ইমপ্যাক্টের হয়ে ১১ ম্যাচে ১১ গোল করেছিলেন দ্রগবা। তার ঝলকানিতে ক্লাবটি প্লে অফ পর্যন্ত খেলার যোগ্যতা অর্জন করেছিল। তবে তার সমর্থকরা আশঙ্কা করেছিল তিনি হয়তো ইংলিশ প্রিমিয়ারের সাবেক ক্লাব চেলসিতে সহকারী কোচের দায়িত্ব নিয়ে ফিরে যাবেন।

কিন্তু ফুটবল থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন দ্রগবা। রোববার ইমপ্যাক্টও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আসন্ন মৌসুমেও দ্রগবা তাদের অংশ হয়ে থাকবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমপ্যাক্ট জানায়, ‘ক্যাম্পের উদ্বোধনীতে ফরোয়ার্ড দ্রগবা উপস্থিত থাকবেন না। তবে আসন্ন মৌসুমকে সামনে রেখে তিনি নিজেকে প্রস্তুত করছেন। প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় পর্বে তিনি দলভুক্ত হবেন। আগামী ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ ক্যাম্প।’

আগামী ৬ মার্চ ভ্যাঙ্কুভারে এমএলএসে নিজেদের প্রথম ম্যাচে অংশ নেবে ইমপেক্ট।

বিএ