ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইংল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা

প্রকাশিত: ১০:২৩ এএম, ২৫ জানুয়ারি ২০১৬

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড যুবাদের বিশাল ব্যবধানে হারিয়ে দারুন প্রস্তুতি সেরে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মোহাম্মদ সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৯৭ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। শুরুতে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও মাঝে মেহেদি হাসান রানার বোলিং তোপে পুরো ম্যাচেই কোণঠাসা ছিল ইংলিশবাহিনী।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দেওয়া ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই স্বাগতিকদের বোলিং তোপে পরে ইংল্যান্ড। স্কোরবোর্ডে কোন রান না উঠতেই হারিয়ে ফেলে টপ অর্ডারের তিন সেরা ব্যাটসম্যানকে। আর ১৫ রান যোগ করতেই হারায় চার উইকেট হারায় তারা। তবে পঞ্চম উইকেট জুটিতে কালাম টেইলর (৩৬) এবং স্যাম কুরান (২৯) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। এই দুই ব্যাটসম্যান ৫৬ রানের জুটি গড়ে তোলেন। এরপর স্কোরবোর্ডে ৫ রান যোগ করতে দুই সেট ব্যাটসম্যানসহ তিন উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পরে তারা। আট নম্বরে নেমে ব্র্যাড টেইলর ৪১ রানের দায়িত্বশীল ইনিংস খেললে দেড়শত রানের কাছাকাছি পৌঁছালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিলনা। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৪৯ রানে সবকটি উইকেট হারায় তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে মাত্র ১২ রান দিয়ে ৩টি উইকেত নেন মিরাজ। রানা ৩টি উইকেট পান ১৪ রানের বিনিময়ে। এছাড়া সাইফুদ্দিন ১৭ রানে ২টি উইকেট পান।

এর আগে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুন চাপে পরে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯১ রানে সেরা পাঁচ ব্যাটসম্যানকে হারায় তারা। ষষ্ঠ উইকেট জুটিতে জাকির আলিকে নিয়ে ৬৭ রানের জুটি গড়ে চাপ কিছুটা সামলে নেন শফিউল হায়াত। এরপর সাইফুদ্দিনকে নিয়ে ৬৬ রানের আর একটি জুটি গড়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন তিনি। শেষ পর্যন্ত আত উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৪৬ রান করে বাংলাদেশ।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সাকিব মাহমুদ, ব্র্যাড টেইলর ও ড্যান লরেন্স ২টি করে উইকেট পান।

আরটি/এএইচ/পিআর