ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারত সফরে রোনালদিনহো

প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬

আপাতত তার হাতে কোন কাজ নেই। কোনো ক্লাবের ফুটবলারও নন তিনি। ফ্লুমিনেন্সের সঙ্গেও সম্পর্ক চুকে-বুকে গিয়েছে। রোনালদিনহো অপেক্ষা করছেন শুধু রিও কার্নিভালের। রিও উৎসব শেষ হওয়ার পরেই কেবল তিনি জানাবেন, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। তার আগে বিশ্ব সফরে বেরিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার। তারই অংশ হিসেবে ভারত সফর করছেন রোনালদিনহো।

কেরালার কোজিকোডে অনুষ্ঠিতব্য সাইত নাগজি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে আজ (রোববার) সকালে ভারতে এসে পৌঁছান রোনালদিনহো। রোববার বিকেলেই টুর্নামেন্টটির উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা। যেখানে টুর্নামেন্টের ফরম্যাটও ঘোষিত হওয়ার কথা রয়েছে।

যদিও টুর্নামেন্টটা শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। তার আগেই রোনালদিনহোর কারণে টুর্নামেন্টটি উদ্বোধন করা হয়ে গেছে আজ। ভারতীয় ফুটবলে একসময় খুব জনপ্রিয় ছিল সাইত নাগজি ফুটবল টুর্নামেন্ট। ১৯৯৫ সালে সর্বশেষ আসর অনুষ্ঠিত হওয়ার আগে তো এই টুর্নামেন্ট রীতিমত সোরগোল ফেলে দিত। তবে, ফুটবলের জনপ্রিয়তা নিম্নমুখী হওয়ার কারণে নাগজি কাপ আর অনুষ্ঠিত হয়তি। তবে, কোজিকোডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবারও উদ্যোগ নিলো টুর্নামেন্টটি চালু করার। যেখানে অংশ নেবে মোট আটটি দল।

রোনালদিনহো এর আগেও একবার ভারত এসেছিলেন। কয়েক বছর আগে পুনে সফর করে গিয়েছিলেন তিনি।

আইএইচএস/পিআর