ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘ওভার এক্সাইটেড’ হয়ে ম্যাচ হেরেছি: মাশরাফি

প্রকাশিত: ০২:১৬ পিএম, ২২ জানুয়ারি ২০১৬

জিম্বাবুয়ের বিপক্ষে ২-০তে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সিরিজ জিততে পারলো না বাংলাদেশ। টানা দুই ম্যাচ হারার পর পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই এভাবে হারতে হলো বাংলাদেশকে। দল নিয়ে অতিরিক্ত পরীক্ষা-নীরিক্ষার সমালোচনাই চলছে চারদিকে। দল নিয়ে নিয়ে কাঁটাছেঁড়া করতে গিয়ে মূল লক্ষ্য থেকেই সরে গিয়েছে বাংলাদেশ, বলছেন অনেকেই; কিন্তু দলের অধিনায়ক তা মানতে নারাজ। ‘ওভার এক্সাইটেড’ হয়েই ম্যাচ হেরেছেন বলে মনে করছেন তিনি।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘উইকেট ভালো ছিল; কিন্তু আমরা ওভার এক্সাইটেড হয়ে যাওয়ায় এমনটা হয়েছে। প্রথমে একটু সেট না হয়ে নতুন ব্যাটসম্যানদের মেরে খেলা একটু কঠিন। আমার মনে হয় সবাই একটু আগে থেকেই শট খেলার চেষ্টা করেছে। তারপরও রিয়াদ খুব ভালো ব্যাটিং করেছে। আমরা খুব কাছাকাছি চলে এসেছিলাম। একটা ওভার ছিল, উইকেট থাকলে হয়তো জয় সম্ভবও ছিল।’

পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে মূল লক্ষ্য থেকে সরে গিয়েছেন কি না জানতে চাইলে মাশরাফি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা যাই থাকুক, আমাদের জয়ই মূল লক্ষ্য ছিল। শেষ দুই ম্যাচে আমরা ভালো বোলিংও করতে পারনি। তৃতীয় ম্যাচে মিডল অর্ডারে ব্যাটিং খারাপ করেছি, আর এই ম্যাচে টপ অর্ডারে। আসলে আমরা একটা ভারসাম্যপূর্ণ ব্যাটিং দাঁড় করাতে পারিনি। একই সাথে বোলিংটাও ভালো হয়নি।’

তবে এমন উইকেটে ১৮০ রান জেতা কঠিন হলেও, উচিৎ ছিল বলে মনে করেন অধিনায়ক। হারের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘প্রথম তিন ওভারে চার উইকেট। ১৮০ চেজ করতে গেলে চান্স খুব কমে যায়, তারপরও ইমরুল-রিয়াদ বেশ ভালো খেলেছে। ইমরুল আউট হওয়া পর আমরা পিছিয়ে পড়ি। তারপরও একটা জুটি হয়েছে; কিন্তু প্রথম চার উইকেট পড়ে যাওয়ার ধাক্কাতেই আমরা ব্যাকফুটে চলে গিয়েছি।’

আরটি/আইএইচএস/এমএস