ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তবুও তারুণ্যে আস্থা মাশরাফির

প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৬

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে তরুণদের প্রাধান্য দিয়েই খেলেছে বাংলাদেশ। যদিও এ ম্যাচে তেমন জ্বলে উঠতে পারেনি কেউই। যার প্রভাব দারুণভাবে পড়েছে ম্যাচের ফলাফলে। টানা দুই ম্যাচ জয়ের পর বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানের হারের স্বাদ নিতে হয় স্বাগতিকদের। তারপরও তরুণদের উপর আস্থা রয়েছে বলে জানান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশেষ করে সাব্বির-সোহানের ব্যাটিংয়ে মুগ্ধ অধিনায়ক। এছাড়াও রনি এবং মোসাদ্দেকের দারুণ ভবিষ্যৎ দেখেছেন তিনি।

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রথমেই ওঠে জাতীয় লিগে দারুণ সফল মোসাদ্দেক হোসেনের কথা। লংঙ্গার ভার্সনে সফল এই তারকার টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে মাশরাফি বলেন, ‘সবাই চিন্তা করছে সৈকতকে প্রমিজিং মনে করেছেই বলে আনা হয়েছে। এক ম্যাচ দেখে ওকে এতো চাপ দেওয়া ঠিক হবে না। একটা ম্যাচ দেখেই সবকিছু বিচার করা যাবে না। বোলিংয়ে জিম্বাবুয়েকে চাপে রেখেই বোলিং করেছে। ব্যাটিংটা আমি বলবো না খুব খারাপ করেছে। আরও ভালো ব্যাটিং করার ক্ষমতা তার আছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ বোলিং করেছিলেন আবু হায়দার রনি; কিন্তু জাতীয় দলের অভিষেকটা সেভাবে ভালো হল না। দুটি উইকেট পেলেও চার ওভারে ৪০ রান দিয়ে দলের সবচেয়ে খরুচে বোলার তিনি। রনি প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘আগেও বলেছি তার ব্যাপারে সে অবশ্যই প্রমিজিং। সে যার জায়গায় খেলেছে মুস্তাফিজ তার সঙ্গে মেলানোর কোন সুযোগ নেই। প্রথম ম্যাচ হিসেবে খুব খারাপ করেনি রনি। আশা করি ভবিষ্যতে যেখানেই সুযোগ পাবে জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট যেখানেই খেলুক খেলতে খেলতে ভালো করবে আস্তে আস্তে।’

অভিষেকের পর থেকেই দীর্ঘদিন উইকেট কিপিংয়ের দায়িত্বে থাকা মুশফিকের গ্লাভস এখন সোহানের হাতে। দলের ভরসা হয়ে ওঠা এই তারকাকে নিয়ে মাশরাফি বলেন, ‘এই লেভেলে ক্রিকেট খেলতে এসে এটা সবার ধারনা থাকে কখন কি করতে হবে।  শেষ দিকে জিম্বাবুয়ে ভালো বোলিং করছিল। তারপরও নুরুল শেষে ভালো শটস খেলেছে। যা দেখতে ভালো লেগেছে। আশা করি ও এটা কন্টিনিউ করবে।’

আরটি/আইএইচএস/আরআইপি