ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইমরুলকে দেখতেই বিশ্রামে তামিম

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৬

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে পাঁচটি পরিবর্তন বাংলাদেশ দলে। মুশফিক-মুস্তাফিজের ইনজুরি, আল-আমিনের বিশ্রাম এবং শুভাগত হোমের দল থেকে বাদ পড়ায় চার পরিবর্তন অনুমিতই ছিল; কিন্তু ম্যাচের সময় দেখা গেল দলে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালও। এর কারণ জানতে চাইলে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানান ইমরুলকে দেখার জন্যই তামিমকে বিশ্রামে রাখা হয়েছে।

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘মূলতঃ ইমরুলকে দেখার জন্যই তামিমকে বিশ্রাম দেওয়া। তামিম ভালো টাচে আছে। হয়তোবা এটা বলা যেতে পারে, টাচে থাকা খেলোয়াড় বসানো হলো কেন? উদ্দেশ্য ছিল ইমরুলকে দেখা। তামিমকে বসানোর আলাদা কোন কারণ নেই। তামিম সব সময়ই আমাদের সেরা খেলোয়াড়।’

পাকিস্তান সিরিজ থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন তামিম ইকবাল। তবে তার সঙ্গে ইমরুল কায়েসও দারুণ খেলছিলেন; কিন্তু সৌম্য এবং তামিমের দারুণ রসায়নের কারণে দলে সুযোগ পাচ্ছিলেন না ইমরুল। তাই এদিন তামিমকে বিশ্রাম দিয়েই খেলানো হলো ইমরুলকে। তবে সুযোগ পেয়ে এদিন দলকে দারুণভাবে হতাশ করেছেন এই বাঁহাতি।

আরটি/আইএইচএস/আরআইপি