ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘আপ টু দা মার্ক’ ছিলাম না: মাশরাফি

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৬

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৩১ রানে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। সিরিজ জিততে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। দুই ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচে চার জন নবীনসহ পাঁচজনকে পরিবর্তন করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে এটাকে হারের দায় হিসেবে নিতে রাজী নন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজেদের পরিকল্পনাগুলোতে ‘আপ টু দা মার্ক’ ছিলেন না বলেই হারতে হয়েছে বলে জানান অধিনায়ক।

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘সবমিলিয়ে আমি মনে করি মাঠের পরিকল্পনাগুলোতে আমরা আপ টু দা মার্ক ছিলাম না। যে সব পরিকল্পনা ছিল ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবমিলিয়ে সব জায়গায়। এই জন্যই আমাদের ম্যাচটা হেরেছি।’

একই দিনে পাঁচ জন খেলোয়াড় পরিবর্তন, তার মধ্যে চারজনকে অভিষেক করা দলের জন্য বেশি পরীক্ষা হয়ে গেলো কি না এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘বাইরে থেকে অবশ্যই মনে হবে। কারন একটি আন্তর্জাতিক ম্যাচে চারজন অভিষেক হওয়া এবং একজনকে পরিবর্তন অবশ্যই বাইরের থেকে এমনটাই মনে হবে; কিন্তু শেষ কয়েকদিন তাদের দেখা হচ্ছিল। তাদেরকে আগে থেকেই বলা হয়েছিল যে, তারা খেলবে।’

দল নিয়ে অতিরিক্ত কাঁটাছেঁড়া করতে গিয়ে প্রধান লক্ষ্য জয় থেকে দূরে সরে গিয়েছিলেন কি না জানতে চাইলে ম্যাশ বলেন, ‘অধিনায়ক হিসেবে আমার সব সময় গুরুত্ব থাকে ম্যাচ জয়ের ব্যাপারে। টিমের পক্ষ থেকে বলতে পারি, অবশ্যই ম্যাচ হারতে চাইনি। যেই খেলুক, তাদের সবাইকে সুর্নিদিষ্ট পরিকল্পনা দেওয়া ছিল। হয়তো কেউই আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি।’
এই ম্যাচে হারের পর স্বাভাবিকভাবেই টাইগারদের উপর চাপ বেড়ে গেলো। তবে এটা নিয়ে ভাবতে রাজী নন অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি না যে চাপ। এর থেকে চাপের ক্রিকেটও তো আমরা খেলেছি। টি-টোয়েন্টি হিসেব করলে অন্যরকম। আমাদের জয়টাই অবশ্যই মূখ্য থাকবে। সে সঙ্গে ভালো পরিকল্পনা করতে হবে।’

জিম্বাবুয়ের দেয়া ১৮৮ রান উইকেটের ধরন অনুযায়ী তাড়া করা সম্ভব ছিল বলে মনে করেন মাশরাফি। তবে ১০-১৫ রান বেশি দিয়েছেন বলে ড্রেসিংরুমে ঢোকার সময় তারা আলোচনা করেছেন বলেও জানান।

আরটি/আইএইচএস/আরআইপি