সম্ভাবনা জাগিয়ে ফিরে গেলেন সৌম্য-সাব্বির
১৮৮ রানের বিশাল টার্গেট। এই টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার ইমরুল কায়েসকে হারিয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের শেষ বলেই তেন্দাই চিসোরোর বলে বোল্ড হয়ে ফিরে গেলেন তামিমের পরিবর্তে ইনিংস ওপেন করতে নামা ইমরুল কায়েস। ৩ বল খেলে মাত্র ১ রান করেছেন তিনি।
ইমরুল কায়েস আউট হয়ে যাওয়ার পর অবশ্য বিপর্যয় কাটানোর চেষ্টা করছেন সৌম্য সরকার এবং সাব্বির রহমান। দু’জন মিলে ৬৭ রানের জুটি গড়ে বাংলাদেশের পালে জোরালো হাওয়া লাগিয়ে দেন। দ্রুত রান তুলছিলেন এই দুই ব্যাটসম্যান। তারওপর ডান হাতি-বাম হাতি কম্বিনেশন, পরিস্থিতি জটিল করে তুলছিল জিম্বাবুয়ের জন্য। যদিও, বিধ্বংসী হয়ে ওঠার আগেই জুটিতে ভাঙন ধরিয়ে দিলেন গ্রায়েম ক্রেমার।
অভিজ্ঞ এই স্পিনারের ওপর আস্থা রেখে বল তুলে দিয়েছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। সে আস্থাটাই রাখলেন ক্রেমার। ২১ বলে ২৫ রান করা সৌম্যকে ফেরালেন তিনি অষ্টম ওভারের শেষ বলে হ্যামিল্টন মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। ৬৯ রানে পড়লো দ্বিতীয় উইকেট।
বাংলাদেশ দলের এই ওপেনারের আউট হওয়ার পর সাব্বির রহমানের সঙ্গে জুটি বাধেন অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত। নিজেকে টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে দাবি করা মোসাদ্দেকও আশার বেলুন ফোলাচ্ছেন বাংলাদেশের সমর্থকদের সামনে। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৯১। সাব্বির রহমান ৫০ এবং মোসাদ্দেক হোসেন সৈকত রয়েছেন ১১ রানে।
আইএইচএস/আরআইপি