দুঃসময় ভুলতে চান সৌম্য
অভিষেকের পর থেকেই জাতীয় দলে ধারাবাহিক রান করে যাচ্ছেন সৌম্য সরকার। হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসার নাম। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ঘরোয়া এবং বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সৌম্য। আর এখান থেকেই ঘুরে দাঁড়াতে চান এই নবীন তারকা। দুঃসময় পিছে পেলে সামনের দিকে এগিয়ে যেতে চান এই বাঁহাতি।
মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শেষে সৌম্য বলেন, ‘সত্য কথা বলতে প্রথম দিকে ভাবতাম ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স নিয়ে। এখন ওই জিনিসটা ভুলে গেছি। এখন যদি সমস্যার কথা চিন্তা করি তাহলে আমার নিজের ব্যাটিংয়ের মনযোগ নষ্ট হয়ে যাবে। ম্যাচ বাই ম্যাচ যাওয়ার চেস্টা করেছি যে নিজের কোনটাতে ভালো হয়। আগে যেটা হয়নি সেটা নিয়ে ভাবতে চাচ্ছি না, পেছনে তাকাতে চাচ্ছি না। ওটা নিয়ে ভাবতে গিয়ে যদি নিজের ব্যাটিংটাকে নষ্ট করে ফেলি তাহলে আমারই ক্ষতি হয়ে যাবে।’
জাতীয় দলে সুযোগ পাওয়ার পর সৌম্য খেলতেন তিন নাম্বারে। তবে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের ওপেনিংয়ে নেমে নিয়মিত রান পাচ্ছেন তিনি। এই পজিশনেই খেলবেন নাকি আবার আগের জায়গায় ফিরে যাবেন কিনা জানতে চাইলে বলেন, ‘শুরুটা করেছিলাম ওয়ান ডাউনে। কিন্তু এখন ওপেন করছি। তাই ওপেন নিয়ে এখন চিন্তা, শুরুটা কিভাবে করবো। আর যদি দলের স্বার্থে আমাকে পরিবর্তন করায় তাহলে আমাকে তাই করতে হবে। তবে নিজের এখনো ওরকম কোনো চিন্তা নেই।’
উল্লেখ্য, বুধবার একই মাঠে সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আরটি/এমআর/আরআইপি