ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিলবাওয়ের বিপক্ষেই মাঠে ফিরছেন মেসি

প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

লা লিগায় রোববার রাতে অ্যাটলেটিকো বিলবাওকে ৬-০ গোলে হারিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে বড় জয়েও অস্বস্তিতে পড়ে বার্সা শিবির। ইনজুরির কারণে বিরতির পর আর মাঠে নামেননি পঞ্চমবারের মত ব্যালন ডি`অর জেতা মেসি। তবে মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের উদ্বেগের কোনো কারণ নেই। কারণ স্ক্যান রিপোর্টে বার্সা তারকার কোনো ইনজুরি ধরা পড়েনি।

স্ক্যান রিপোর্ট অনুযায়ী,  মেসি খানিকটা ফিটনেস সমস্যায় ভুগছেন। তবে আশা করা হচ্ছে, বিলবাওয়ের বিপক্ষে পূর্ণ ফিটনেস নিয়েই মাঠে নামবেন মেসি। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিলবাওয়ের মাঠে বাংলাদেশ সময় বুধবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে।

এর আগে রোববার অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন মেসি। তাই দ্বিতীয়ার্ধে দলের সেরা তারকাকে আর মাঠে নামানোর ঝুঁকি নেননি কোচ লুইস এনরিক।

এমআর/পিআর