ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাশরাফির কাছে জীবন মানে উপভোগ

প্রকাশিত: ০৮:১৪ এএম, ১৮ জানুয়ারি ২০১৬

জীবন মানে কি? অনেক বড় কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও দিলেন ভিন্ন এক সংজ্ঞা। সামাজিকতা রক্ষা করে উপভোগ করাই হচ্ছে মাশরাফির জীবন। নিজের আত্মজীবনী মূলক বই প্রকাশকালে এমনটাই বললেন বাংলাদেশের এই কিংবদন্তী।

সোমবার খুলনার সিটি ইন হোটেলে দেবব্রত মুখোপাধ্যায়ের রচনায় নিজের আত্মজীবনী মূলক বই প্রকাশকালে মাশরাফি বলেন, ‘জীবন মানে এক কথায় বলবো উপভোগ। এখন উপভোগটা কে কিভাবে করে তাই দেখার বিষয়। আমি বিশ্বাস করি যে, বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি তাহলে সামাজিকতা রক্ষা করাই আমার জীবন।’

একজন ক্রিকেটারের ক্ষেত্রে ক্রিকেটই জীবন হওয়া স্বাভাবিক। কিন্তু মাশরাফি তাকে নাকচ করে দিয়ে বলেন, ‘জীবন অর্থই ক্রিকেট খেলা না, জীবন অর্থই আপনি কত উইকেট পেলেন, কত রান করলেন বা আপনি কত বড় সুপার স্টার হলেন এই সব না। একটা সময় এই সব কিছুরই মূল্য থাকবে না। আমি মনে করি আপনি কেউকে ভালোবাসছেন আর কেউ আপনাকে ভালবাসছে এটাই জীবন।’

ক্রিকেট যদি মাশরাফির জীবন তা হয়ে থাকে তাহলে ক্রিকেট তার জীবনে কি? এমন প্রশ্নে তিনি বলেন, ‘ক্রিকেট হচ্ছে আমার ভালো লাগা। প্রথম যখন পেশাদার ভাবে খেলা শুরু করি তখন থেকেই একটা ভালো লাগা শুরু হলো। এক কথায় ক্রিকেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ভালো লাগা এবং ভালোবাসা।’

আরটি/এমআর/এমএস

আরও পড়ুন