ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবারো ম্যানইউতে ফিরছেন ফার্গুসন

প্রকাশিত: ০৫:৫৩ এএম, ১৮ জানুয়ারি ২০১৬

আবারও ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। তবে, কোচ নয় পরামর্শক হিসেবে। আর ফার্গির সাথে প্রধান কোচ হিসেবে জুটি বাঁধতে পারেন, ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান সহকারী কোচ রায়ান গিগস। তবে, পুরো বিষয়টি নির্ভর করছে বর্তমান কোচ ভন গালের স্থায়িত্বের উপর।

বাজে সময় পার করছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। মিউজিক্যাল চেয়ারের মত পরিবর্তনশীল কোচরা বিভিন্ন মেয়াদে দায়িত্ব নিলেও, স্যার ফার্গুসনের বিদায়ের পর উপহার দিয়েছে মাত্র একটি কমিউনিটি শিল্ড। দলের এমন করুণ অবস্থায় বিভিন্ন সময় গুঞ্জন ওঠে ফার্গি প্রত্যাবর্তন নিয়ে। তা মিথ্যা প্রমাণিত হয়েছে সব সময়ই। কিন্তু, চলতি মৌসুমের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে বড় হারের পর আবারও স্যার ফার্গুসনের ওল্ড ট্রাফোর্ডে ফেরার গুঞ্জন জোরালো হয়।

তবে, ইংলিশ গণমাধ্যম সানডে পিপলের পক্ষ থেকে বলা হয় রেড ডেভিলসদের হারের ধারা অব্যাহত থাকলে, দ্রুতই বিদায় নিতে বাধ্য হবেন ভ্ন হল। আর তখনই প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হবে রায়ন গিগসের হাতে। আর তাঁর পরামর্শক হিসেবে ওল্ড ট্রাফোর্ডে ফিরবেন কিংবদন্তি ফার্গুসন।

এমআর/এমএস