এখনও সেরা কম্বিনেশন পাননি মাশরাফি
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে জয় তুলে সিরিজ জয়ের খুব কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ। তবে জয়ের পাশাপাশি আরও একটি লক্ষ্য নিয়ে এই সিরিজে মাঠে নেমেছেন মাশরাফিরা। এশিয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা কম্বিনেশন খুঁজে বের করা; কিন্তু এখনও সেই লক্ষ্যেই নাকি পৌঁছতে পারেনি টাইগাররা। সিরিজের বাকি দুই ম্যাচশেষেই সেরা কম্বিনেশন ঠিক হয়েছে কি না বলতে পারবেন বলে জানালের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এখনও দুইটা ম্যাচ বাকি আছে, দেখা যাক কি হয়। তবে এই মুহূর্তে দুইটা ম্যাচ আমরা জিতেছি। এটাই আমাদের প্রথম উদ্দেশ্য ছিল। তারপরের জিনিসগুলা অনুশীলন করে দেখবো সেরা কম্বিনেশন কোনটা।’
দলের বেশ কিছু জায়গায় আরও উন্নতি করতে হবে বলে জানান অধিনায়ক। আগের ম্যাচ শেষে বলেছিলেন পারফরমেন্সে কিছুটা ঘাটতি রয়েছে। এদিন দলের পারফরমেন্স আগের চেয়ে ভালো হয়েছে মনে করেন অধিনায়ক। তারপরও কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেন ম্যাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগের চেয়ে ভালো হয়েছে অবশ্যই। দল হিসাবে বোলিং ভালো করেছি। ব্যাটিংটাও খারাপ হয়নি। তবে কিছু উইকেট পড়ে গেছে সেট হয়ে, সেখানে আরেকটু বড় ইনিংস খেলতে পারলে আরও বড় স্কোর করা সম্ভব ছিল। এই জায়গাগুলো ঠিক করতেই হবে। কারণ আরেকটু বড় চ্যালেঞ্জ যখন আসবে সামনে তখন যে ত্রিশ চল্লিশ করবে তাকে আরেকটু বড় ইনিংস খেলতে হবে। কিছু জায়গা আছে সবসময়ই উন্নতি করা যায়। তাই ওই জায়গাগুলোতে আরও কাজ করতে হবে।’
আরটি/আইএইচএস/পিআর