ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তৃতীয় ম্যাচে এসে সিরিজও হারলো ভারত

প্রকাশিত: ১২:২১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬

একই চিত্রনাট্য, শুধু মঞ্চ পরিবর্তণ। পার্থ থেকে ব্রিসবেন, এরপর মেলবোর্ন। সব জায়গাতেই একই গল্প, একই ঘটনা এবং সব চিত্রনাট্য শেষে হাসি-কান্নার গল্পটাও থাকলো একই। এবার তিনশো পার হয়নি ভারতের রান, তার একটু নীচে থাকলো। তবে এবার আর রোহিত সেঞ্চুরি পেলেন না, পেলেন বিরাট কোহলি। তবুও পরাজিত দলের নাম ভারত। ২৯৫ রান করেও অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটের ব্যবধানে হারতে হলো মহেন্দ্র সিং ধোনির দলকে। একই সঙ্গে ২ ম্যাচ হাতে রেখেই সিরি জয় করে নিল অস্ট্রেলিয়া।

বিরাট কোহলির ১১৭ রানের ওপর ভর করে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছিল ২৯৫ রান। ওয়ানডেতে এটাও অনেক বড় চ্যালেঞ্জিং স্কোর; কিন্তু এই চ্যালেঞ্জিং স্কোরকেও যে রক্ষা করার মত বোলার ভারতের হাতে নেই! সেটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বার বার প্রমান করছে ধোনির দল। বিশেষ করে মোহাম্মদ শামির ইনজুরিতে পড়ার কারণে, ভারতীয় বোলিংয়ের ধার যে একেবারেই শেষ হয়ে গেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সে কারণেই মূলতঃ ২১৫ রানে ৬ উইকেটের পতন ঘটানো সত্ত্বেও অস্ট্রেলিয়াকে হারাতে পারলো না ভারত। বরং, সিরিজে এই প্রথম ব্যাট করার সুযোগ পেয়েই গ্লেন ম্যাক্সওয়েল তার ঝাঁঝ চেনালেন। ৮৩ বলে খেললেন ৯৬ রানের অনবদ্য এক ইনিংস। তাতেই ৩ উইকেটে পরাজয় বরণ করলো ভারত।

২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শন মার্শ আর অ্যারোন ফিঞ্চ অস্ট্রেলিয়াকে দারুন সূচনা এনে দেন। ৪৮ রানের জুটি গড়ার পর অবশ্য ফিঞ্চকে ফিরিয়ে দিয়েছিলেন উমেষ যাদব। তবে স্মিথ আর শন মার্শ মিলে ৬৪ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয়ের ভিত রচনা করেন। যদিও ৪৫ বলে ৪১ রান করে ফিরে যান স্মিথ। জর্জ বেইলিও খুব বেশি প্রভাব ফেলতে পারেননি ভারতীয় বোলারদের ওপর। ২১ বলে ২৩ রান করে আউট হয়ে যান তিনি।

ওপেনার শন মার্শ একপাশে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখতে দেখতে নিজেও আউট হয়ে গেলেন। তবে তার আগে ৭৩ বলে ৬২ রানের ইনিংস খেলে দিয়ে যান। ৬টি বাউন্ডারির মার মারেন তিনি। মার্শ যখন আউট হন তখন অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৬৭। ২০৪ রানের মাথায় আউট হন মিচেল মার্শ। তিনি করেন মাত্র ১৭ রান। এরপর ম্যাথ্যু ওয়েডকে ইশান্ত শর্মা ফিরিয়ে দিলে বিপদেই পড়ে অস্ট্রেলিয়া।

কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল জেমস ফকনারকে সঙ্গী করে অস্ট্রেলিয়াকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসেন। ৮৩ বলে ৯৬ রানের ইনিংস খেলে আউট হন ম্যাক্সওয়েল। ৮টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন তিনি। ম্যাক্সওয়েল যখন আউট হন, তখন অস্ট্রেলিয়ার রান ২৯৫। বাকি রানটা তুলে নেন ফকনার। জন হাস্টিংস শুধু ক্রিজে নামলেন সঙ্গ দিতে।

ভারতের উমেষ যাদব, ইশান্ত শর্মা এবং রবিন্দ্র জাদেজা নেন ২টি করে উইকেট। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি ক্যানবেরা এবং ২৩ জানুয়ারি সিডনিতে।

আইএইচএস/আরআইপি