বিশ্বকাপ খেলতে তুরস্ক যাচ্ছেন রোমান-দিয়ারা
বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ আরচারি দল। আগামী ১৮ থেকে ২৪ এপ্রিল তুরস্কের আনতালিয়ায় হবে আরচারি ওয়ার্ল্ডকাপ স্টেজ-১ এর খেলা। টুর্নামেন্টে অংশ নিতে শনিবার রাতে তুরস্ক যাচ্ছে ১১ সদস্যের বাংলাদেশ দল।
এই বিশ্বকাপে ৪৭ দেশের ১৯৭ জন পুরুষ ও ১৪ জন নারী আরচার অংশ নেবেন। বাংলাদেশ আরচারি দলের বিশ্বকাপে অংশগ্রহণের সব ব্যয় সিটি গ্রুপ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বহন করবে।
বাংলাদেশ আরচারি দল
মাহবুব মোরশেদুল আলম (টিম ম্যানেজার), মার্টিন ফ্রেডারিক (প্রধান প্রশিক্ষক), মোহাম্মদ জিয়াউল হক (প্রশিক্ষক)।
রিকার্ভ পুরুষ : রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো. সাগর ইসলাম।
রিকার্ভ মহিলা: দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা।
কম্পাউন্ড পুরুষ: নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ আশিকুজ্জামান।
আরআই/এসএএস/