ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তামিমকে ফেরালেন মুজারাবানি

প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৭ জানুয়ারি ২০১৬

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে বিদায় নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। মুজারাবানির বলে ভেট্টরির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তামিম করেন ২৩ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেটে ৪৬ রান। সৌম্য ২১ রান নিয়ে ব্যাট করছে। আর নতুন ব্যাটম্যান হিসেবে মাঠে নেমেছে সাব্বির রহমান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-৪।

চার ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে চার উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। জয় পেলেও তা তুলে নিতে বেশ কাঠ খর পোড়াতে হয়েছে বাংলাদেশকে। তাই এবার লক্ষ্য আরও সহজ জয়। এ ম্যাচে আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে মাশরাফি বাহিনী।

অপরদিকে জিম্বাবুয়ের লক্ষ্য সিরিজে ঘুরে দাঁড়ানো। তবে ইনজুরির কারণে এ ম্যাচে খেলছেন না জিম্বাবুয়ে দলের নিয়মিত অধিনায়ক এলটন চিগুম্বুরা। তার পরিবর্তে সফরকারী দলের অধিনায়কত্ব করছেন হ্যামিল্টন মাসাকাদজা।

বাংলাদেশ দল :

তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শুভাগত হোম।
 
জিম্বাবুয়ের একাদশ :

ভুসিমুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, শন উইলিয়ামস, পিটার মুর, ম্যালকম ওয়ালার, ব্রায়ান ভেট্টরি, উইলিংটন মাসাকাদজা, গ্রায়েম ক্রেমার, রিচমন্ড মুতুমবামি, নেভিল মাদজিভা, তাউরাই মুজারাবানি।

এমআর