অস্ট্রেলিয়ার টার্গেট ২৯৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরি ও ধাওয়ান-রাহানের অর্ধশতের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৫ রান করছে ধোনি বাহিনী। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৯৬ রান।
শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্রিসবেনে সকালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১৫ রানে সাজঘরে ফিরে যান আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা ওপেনার রোহিত শর্মা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে শেখর ধাওয়ান ও বিরাট কোহলি মিলে ১১৯ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দলকে এগিয়ে নেন। ব্যক্তিগত ৬৮ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান।
এরপর রাহানেকে সাথে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান কোহলি। রাহানে ৫০ রানে আউট হলেও কোহলি তার ক্যারিয়ারের চব্বিশতম সেঞ্চুরি তুলে নেন। ১১৭ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কায় ১১৭ রানের ইনিংস খেলেন। শেষ দিকে অধিনায়ক ধোনি ৯ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেললে ২৯৫ রানে শেষ হয় ভারতের ইনিংস। বল হাতে অস্ট্রেলিয়ার হেস্টিংস নেন ৪ টি উইকেট।
এমআর/এমএস