ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

২৫ বছর পর আত্তাপাত্তুর উপলব্ধি!

প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৬

২৫ বছর। একজন স্বাভাবিক মানুষের জন্য জীবনের প্রায় অর্ধেক। এই ২৫ বছর পরিবারকে প্রয়োজনীয় সময় দিতে পারেননি শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কোচ মারভান আত্তাপাত্তু। তবে দেরিতে হলেও সে উপলব্ধিটা এসেছে তার মধ্যে। এ কারণে পরিবারকে সময় দিতেই শ্রীলংকা জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এ লংকান।

শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ে দলের অনুশীলন শেষে আত্তাপাত্তু বলেন, ‘শ্রীলংকা থেকে অবসর নিয়েছি আমার পরিবারকে আরও বেশি সময় দেয়ার জন্য। গত ২৫ বছর ধরে আমি যা করতে পারিনি। এটা মোটেও ভালো হয়নি। এটাই এখন আমার প্রথম অগ্রাধিকার।’

তবে পরিবারকে সময় দেয়া মূল লক্ষ্য হলেও ক্রিকেটকে ভালবাসেন বলেই দূরে থাকতে পারছেন না আত্তাপাত্তু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যা করেছি তাতে খুশি; কিন্তু আমি এই খেলা থেকে খুব বেশি দিন দূরে থাকতে পারি না। কারণ এই খেলাটাই আমি ভালোবাসি এবং এই খেলাটাই আমি সবচেয়ে বেশি জানি।’

তবে আত্তাপাত্তুর মত একজন বিশ্বতারকা ব্যাটিং কোচ না হয়ে মূল কোচ হওয়া উচিৎ ছিল কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি এই ব্যাপারটায় নিশ্চিত নই। পরিবারকে সময় দেয়ার লক্ষ্যেই এভাবে  কাজ করে যাওয়া।’

বেশ কিছু সময় পার করে নিজের সাবেক কোচ ডেভ হোয়াইটমোরের সঙ্গে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে গিয়ে বলেন, ‘সব সময়ই আমাদের ভালো সম্পর্ক ছিল। একজন দারুণ মানুষ ডেভ। তিনি এখানে ছিলেন (বাংলাদেশে), শ্রীলংকায় ছিলেন। আবার পাকিস্তানেও ছিলেন। তো তার সাথে কাজ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। একসাথে অভিজ্ঞতা, জ্ঞান শেয়ার করা এটা দারুণ সুযোগ।’

আরটি/আইএইচএস/পিআর