ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পেস বল খেলতে স্বাচ্ছন্দ্য পান সাব্বির

প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে গ্রুপ পর্বের ম্যাচে চরমভাবে ব্যর্থ ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমান। তবে কোয়ালিফায়ার রাউন্ডে গিয়ে ব্যাটিং অর্ডারে আনলেন পরিবর্তণ। তিন নাম্বারে নেমে দারুণ সফল হয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও সফল এই ব্যাটসম্যান। নিজের পরিকল্পনা সম্পর্কে সাব্বির জানান, মাঝে ফ্রি থেকে শুরুতে পেস বোলারদের মোকাবেলা করতে চান বলেই তিনি তিনে ব্যাট করছেন।

শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাব্বির বলেন, ‘এর আগেও আমি টি-টোয়েন্টিতে তিনে ব্যাটিং করে সফলতা পেয়েছি। চেষ্টা করছি তিনে ব্যাটিং করার জন্যে। পেস বোলিংয়ের মুখোমুখি হওয়ার জন্যে। মাঝের স্পিন বল খেললে তখন ফ্রি খাকব। এরকম পরিকল্পনা নিয়েই আমি তিনে খেলি। তবে তিনে কিংবা পাঁচে যেখানেই হোক, আমি সেখানেই ব্যাটিং করতে পারব। এটা দলের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এজন্য আমি সব সময় খেলার জন্যে ফিট ও তৈরী।’

টি-টোয়েন্টি ম্যাচে নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে মূল বিষয় হচ্ছে শুরুটা ভালো হওয়া। যদি শুরুটা ভালো করতে পারি তাহলে ফিনিশিংও ভালো করতে পারব। প্রথম ছয় বলে কি চাই সেটা নির্ভর করে ম্যাচের উপরে। চার কিংবা ছয় কিংবা এক চাইলে এক। টি-টোয়েন্টিতে সব বলই ভালো খেলতে হবে। সব বল ভালো খেলতে না পারলে দূর্বল জায়গাগুলোতে বল করলে তখন সমস্যায় পড়বো। চেষ্টা করবো সব বল খেলতে। তবে পেস বল খেলতে স্বাচ্ছন্দ্য পেয়ে থাকি।’

আরটি/আইএইচএস/পিআর