ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কম্বোডিয়াকে বিদায় করে দিল বাহরাইন

প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬

প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে পয়েন্ট হারালেও, দ্বিতীয় ম্যাচ এসে দারুণভাবে ‘বি’ গ্রুপ জমিয়ে তুললো বাহরাইন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী কম্বোডিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বাহরাইন। এ জয়ে চার পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।

একই সঙ্গে টানা দুই ম্যাচে হেরে বঙ্গবন্ধু গোল্ডকাপ থেকেই বিদায় নিয়েছে কম্বোডিয়া। টুর্নামেন্টে এই দলটিই এসেছিল জাতীয় দল নিয়ে। গ্রুপে এই ম্যাচ পর্যন্ত মালদ্বীপের পয়েন্ট ৬, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের এক।

ম্যাচের চার মিনিটে এগিয়ে যেতে পারতো কম্বোডিয়া। মিডফিল্ডার পলরথ চ্রেঙ ডান প্রান্ত থেকে ক্রস করেছিলেন বক্সের মাঝে। ফরোয়ার্ড ডিনা টিট বলটি প্লেস করলেও বাহরাইন গোলরক্ষক জাসিম আল দোসারি দ্বিতীয় প্রচেষ্টায় পা দিয়ে বলটি রক্ষা করেন।

তবে ১১ মিনিটে গোল করতে না পারার খেসারত দিতে হয় কম্বোডিয়ার। বাহরাইনের আক্রমণভাগের মূল স্তম্ভ মিডফিল্ডার জাসিম আল শাইখ দ্রুত গতিতে ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েন কম্বোডিয়া দুর্গে। এতে অর্জন করে নেন ম্যাচের প্রথম কর্নারটি। তার নেয়া মাপা কর্নারটি খুঁজে পায় অধিনায়ক আবদেল আজিজ আল শাইখকে। আর জোরালো হেডে বল জালে জড়িয়ে দেন বাহরাইন অধিনায়ক।

জাসিম আল শাইখ ৪০ মিনিটে ব্যবধানটা বাড়াতে পারতেন। কিন্তু মিডফিল্ডার মোহাম্মদ আল নারের ঠেলে দেয়া থ্রু পাসের ওপর নেয়া তার জোরালো শটটি কম্বোডিয়া গোলরক্ষক সেরি রাথ উম পাঞ্চ করে ফিরিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। তবে ৫১ মিনিটে আবারও গোলের কাছাকাছি চলে এসেছিল বাহরাইন। ফরোয়ার্ড আবদেল আজিজ ওবায়েদ বক্সের ডানপ্রান্ত থেকে করেছিলেন বিষমাখা একটি কাট ব্যাক। মিডফিল্ডার ইবরাহিম আল মালুদ বল ধরার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু অনবদ্য একটি ‘ইন্টারসেপশন’ করেন ডিফেন্ডার ফেঙ হঙ।

কম্বেডিয়া শেষ দিকে চাপ সৃষ্টি করলেও লক্ষ্যভেদ করতে পারেনি। তাই শেষ বাঁশি বাজার পর সেজদা দিয়েই জয় উদযাপন করে বাহরাইন।

আইএইচএস/বিএ

আরও পড়ুন