ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতের যুব দলের অধিনায়ক আটক

প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে ২৭ জানুয়ারি। এ আসরে অংশগ্রহণের আগে বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। কেননা ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অধিনায়ক ঈশান কিষানকে আটক করেছে পুলিশ।  বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে অটো গাড়িতে ধাক্কা দেয়ার অপরাধে পুলিশ তাকে আটক করে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, পাটনায় বাবার সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে অটোতে ধাক্কা মারেন বছর ১৭ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান  ঈশান। তার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন অটো যাত্রীরা। এ নিয়ে হাতাহাতি পর্যন্ত হয়েছে। শেষে পুলিশ পরিস্থিতি সামাল দেয়৷ কিষাণসহ ঘটনার জড়িত অন্যদের আটক করে পুলিশ৷

রঞ্জি ট্রফিতে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরিসহ ৭৩৬ রান করে কিষাণ৷ যার ফলে গত মাসে তাকে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়।  

আরটি/এএইচ/আরআইপি