ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নর্থকে জবাব দিচ্ছে সাউথ জোন

প্রকাশিত: ০১:১২ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)বিসিবি নর্থ জোনের বিপক্ষে দারুণ জবাব দিচ্ছে প্রাইম ব্যাংক সাউথ জোন। নর্থ জোনের প্রথম ইনিংসে করা ৩৯২ রানের পর দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ২৩১ রান করেছে সাউথ জোন। ফলে দিন শেষে ১৬১ রানে এগিয়ে রয়েছে নাঈম ইসলাম বাহিনী।

বুধবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগের দিনের করা ছয় উইকেটে ২৯১ রান নিয়ে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক সাউথ জোন। এদিন আরও ১০১ রান যোগ করে তারা। আগের দিন হাঁফসেঞ্চুরি তুলে নেয়া আরিফুল হক এদিন তুলে নেন তার কাঙ্ক্ষিত সেঞ্চুরি। ১৭৪ বলে ১৬টি চারের সাহায্য ১১৫ রান করে সোহাগ গাজীর বলে থামেন এই ব্যাটসম্যান। এছাড়াও শেষ দিকে তাকে দারুণ সঙ্গ দেন সানজামুল ইসলাম। ১১০ বলে মূল্যবান ৪৬ রান যোগ করেন তিনি।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি প্রাইম ব্যাংক সাউথ জোনের। দলীয় ২ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদী হাসানকে হারায় তারা। তবে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসকে(২৫) সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৮ রান যোগ করে প্রাথমিক চাপ সামলে নেন ফজলে মাহমুদ। এরপর তুষার ইমরানকে (৪৭) নিয়ে ৮০ রানের আরও একটি কার্যকরী জুটি গড়েন তিনি। 

দলীয় ১৭২ রানে সানজামুলের বলে আউট হয়ে ফিরে যান ফজলে মাহমুদ। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন তিনি। ১৫৯ বলে ৯টি চারের সাহায্যে এই রান করেন তিনি। তার বিদায়ের পর দলের হাল ধরেন তাইবুর রহমান এবং ফরহাদ রেজা। শেষ পর্যন্ত দিন শেষে পাঁচ উইকেটে ২৩১ রান করে সাউথ জোন। তাইবুর ৩৬ এবং রেজা ৪১ রান নিয়ে ব্যাট করছেন।

বিসিবি নর্থ জোনের পক্ষে ৬১ রানে ২টি উইকেট নেন সানজামুল। এছাড়া সাফাক, নাসির ও তাইজুল একটি করে উইকেট পান।

আরটি/এএইচ/এমএস