ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

২৫২ রানের টার্গেট দিল বাংলাদেশ

প্রকাশিত: ১০:০৭ এএম, ২৩ নভেম্বর ২০১৪

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

শুরুতে চমৎকার সূচনার পর ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় মিলে ১৫৮ তুলেন। ৭৫ রান করে তামিম ফিরে যাওয়ার ১ বল পরেই আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান।
 
অন্যদিকে অপর ওপেনার বিজয় ফিরে যান দলীয় ১৭৩ রানের মাথায়। আউট হওয়ার আগে ৮০ রান করেন বিজয়। ২ বল পরে আবারও উইকেট পাওয়ার  উল্লাসে মাতেন জিম্বাবুয়ের বোলার পানিয়াঙ্গারা। ২ বল মোকাবেলা শেষে কোনো রান না করেই ফিরে যান আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা সাব্বির।
 
এর পর মুশফিকের সঙ্গে জুটি গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বেশিক্ষণ টিকেনি তাদের জুটিও।  কামুঙ্গুজির করা ৪৪তম ওভারে পরপর দুই বলে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ ও মুশফিক। বাংলাদেশের রান তখন ২০৪।
 
৪৭তম ওভারের শেষ বলে চাতার মাপা বলে ব্যাট চালিয়ে বোল্ড হন মাশরাফি।
 
মুশফিক আউটের পর উইকেটে আসেন মুমিনুল। তার সঙ্গে রুবেল মিলে ৫০ ওভার ব্যাটিং করে দলের স্কোর ২৫০ পার করান। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৫১ রান।

উল্লেখ্য, পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮৭ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।