ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুর্নীতির দায়ে বহিস্কার হংকংয়ের ক্রিকেটার

প্রকাশিত: ০২:২৭ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

দুর্নীতির দায়ে এবার সাময়িকভাবে নিষিদ্ধ হলেন হংকংয়ের এক ক্রিকেটার। ইরফান আহমেদ নামে হংকংয়ের এই ব্যাটসম্যানের প্রতি অভিযোগ আনা হয়েছে, তিনি আইসিসির অ্যান্টি কারপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের আইন ভঙ্গ করেছেন। এ কারণে তাকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থাটি।

সত্যি কী অপরাধ করেছিলেন ইরফান আহমেদ! আইসিসি বলছে, ‘বিভিন্ন অনুষ্ঠান এবং বিজ্ঞাপনে অংশগ্রহণ বাবদ কী পরিমাণ অর্থ তিনি আয় করেছেন, কিংবা বিভিন্ন আমন্ত্রণের বিস্তারিত আকসুর সামনে পেশ করতে ব্যর্থ হয়েছেন তিনি। মোট কথা, সম্পদের উৎস তিনি দেখাতে পারেননি। যার ফলে আকসুর আইন ভঙ্গ হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

আইসিসির এক মূখপাত্র ক্রিকইনফোকে বলেন, ‘আইসিসির কোড অব কন্ডাক্ট অনুসারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং একটি ডিসিপ্লিনারি প্রক্রিয়া চলমান। সুতরাং, এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে আর কোন মন্তব্য করা সম্ভব নয়। ডিসিপ্লিনারি প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরই কেবল এ বিষয় কিছু বলা যাবে।’

হংকং ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টিম কাটলার বলেন, ‘আমরা অবশ্যই ক্রিকেটের মূল স্পিরিট ধরে রাখার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ এবং তার ওপরই অবিচল রয়েছি। ক্রিকেটের মূল স্পিরিটের কোন ক্ষতি হোক এমন কোন কিছুই আমরা চাই না। এ কারণে খেলোয়াড়দের বিষয়ে সব সময়ই স্বচ্ছতার নীতি অবলম্বন করেছি। এখানে একজন তরুণ ক্রিকেটার আমাদের পক্ষ থেকে সহযোগিতা এবং সতর্কতা পাওয়ার দাবি রাখে। আমরাও যথাসাধ্য চেষ্টা করবো, নিয়মমাফিক থেকে তাকে সহযোহিতা করা।’

আইএইচএইচ/আরআইপি