ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্রাজিল অলিম্পিকে খেলবেন না মেসি

প্রকাশিত: ০৩:২৯ এএম, ১২ জানুয়ারি ২০১৬

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে আর্জেন্টিনাকে অলিম্পিক শিরোপা জিতিয়ে আলোচনায় এসেছিলেন লিওনেল মেসি। চলতি বছরও ব্রাজিল অলিম্পিকে খেলবেন বলেই ধারণা করা হচ্ছিল। তবে ২০১৬ সালের রিও অলিম্পিকে মেসির খেলা হচ্ছে না। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ জেরার্ডো মার্টিনো এটি নিশ্চিত করেছেন।

ব্রাজিলের রিও ডি জেনিরোতে এবছর অনুষ্ঠিত হবে সামার অলিম্পিকের এবারের আসর । আবার কোপা আমেরিকা টুর্নামেন্টের
শতবর্ষপূর্তি উপলক্ষ্যে গ্রীষ্মেই বসবে কোপা আমেরিকার আসর । তাই কোপা আমেরিকার কথা মাথায় রেখে অলিম্পিকে মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে বলেন মার্টিনো।

আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো বলেন, মেসি এবং তার মানের খেলোয়াড়দের শুধু কোপা আমেরিকায় খেলার সুযোগ দেয়া উচিত। আমার মতে, অলিম্পিকে অংশ নেয়ার চেয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য সুস্থ ও ফিট থাকা, ক্লাবের সঙ্গে মৌসুম-পূর্ব অনুশীলন করা এবং কোপা আমেরিকার পর বিশ্রামে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ।

ক্লাবের খেলার পাশাপাশি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও অংশগ্রহণ করতে হচ্ছে মেসি-ডি মারিয়া-আগুয়েরোদের। তাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অতিরিক্ত চাপ থেকে মুক্তি দিতেই সামার অলিম্পিকে না খেলানোর কথা ভাবছেন আর্জেন্টাইন কোচ মার্টিনো।

এমআর/পিআর