ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জমি বিতর্কে পাক অফ-স্পিনার আজমল

প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১১ জানুয়ারি ২০১৬

বিতর্ক ও পাকিস্তান ক্রিকেট যেন একে অপরের হাত ধরাধরি করে চলছেই। এবার জমি কেলেঙ্কারিতে জড়ালেন পাক অফ-স্পিনার সাঈদ আজমল। ফয়সলাবাদে ক্রিকেট অ্যাকাডেমি গড়ার জন্য জমি দিয়েছিল ইউনিভারসিটি অব এগ্রিকালচার; কিন্তু তা অপব্যবহারের জন্য সেই জমি খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তির জন্য প্রত্যেকের কাছ থেকে ১৫ হাজার টাকা করে নিতেন আজমল। অ্যাকাডমিতে প্রায় ৩৫০ জন ছাত্র খেলা শেখে। সুতরাং প্রায় পাঁচ কোটি ৩০ লাখ টাকা ইতিমধ্যেই ছেলেদের কাছ থেকে নিয়েছেন আজমল। যদিও সরকারের হস্তক্ষেপে বিষয়টি মিটিয়ে নেয়া হয়েছে বলে দাবি করছেন পাক অফ-স্পিনার।

অবৈধ্য বোলিং অ্যাকশনের জন্য বেশ কয়েকবার পাকিস্তানি বিশ্বসেরা অফ স্পিনারকে নিষিদ্ধ করে আইসিসি। তারপর ছাড়পত্র পেলেও জাতীয় দলে প্রত্যাবর্তন হয়নি আজমলের। কারণ, বোলিং অ্যাকশন শোধরাতে গিয়ে ফর্মই হারিয়ে ফেলেছেন তিনি।

আইএইচএস/বিএ