অনলাইনে ভোটাভুটি করে কোচ নির্বাচন!
জাতীয় দলের জন্য কোচ নির্বাচনের ভার পুরোপুরি সমর্থকদের হাতে তুলে দেয়া হলো- এমন সংবাদ কে, কখন, কোথায় শুনেছে? সেটা ক্রিকেট হোক কিংবা ফুটবল। কোচ নির্বাচনের জন্য বোর্ড কিংবা ফেডারেশনের একটি নির্ধারিত বিশেষজ্ঞ প্যানেল থাকে। কখনও কখনও কোচ চেয়ে আনুষ্ঠানিক বিজ্ঞাপন দেয়া হয়। বিজ্ঞাপন দেখে কোচরা আবেদন করেন, এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হয় সেরা কোচ।
কিন্তু, এমন যদি হয় যে, কোচ নির্বাচনের ভার সরাসরি সমর্থকদের কাঁধে। তারা ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে, তাকেই জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হবে। অবিশ্বাস্য হলেও এমন ঘটনা কিন্তু ঘটেছে। কাজাখস্তানের জাতীয় ফুটবল দলের কোচ নির্বাচনের সম্পূর্ণ ভার সমর্থকদের ওপর তুলে দিয়েছে সে দেশের ফুটবল ফেডারেশন। এ লক্ষ্যে আজ থেকে অনলাইনে ভোট নেয়া হচ্ছে কাজাখস্তান ফুটবল সমর্থকদের কাছ থেকে।
ভোটারদের কাছ থেকে ভোট নেয়া হচ্ছে অবশ্য এটা জানতে চেয়ে যে- কোচ বিদেশী ভালো হবে নাকি দেশি ভালো হবে? দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইয়ারলান কোজাগাপানভ জানিয়েছেন এ তথ্য। তবে এ ক্ষেত্রে শর্তও জুড়ে দিয়েছে কাজাখ ফুটবল ফেডারেশন। ভোটাভুটিতে কমপক্ষে ৫০ হাজার মানুষ অংশ নিতে হবে। তবেই এর ফলাফল গ্রহণ করবে তারা। এরপরই তারা চারজন প্রার্থীকে নিয়ে দ্বিতীয় রাউন্ডের ভোটাভুটির আয়োজন করবে।
কাজাখ ফুটবল ফেডারেশনের প্রধান কোজাগাপানভ বলেন, ‘কোচ নির্বাচনের ক্ষেত্রে আমরা সমর্থকদের অংশগ্রহণের একটা সুযোগ করে দিতে চাই। তারা যেন নিজেদের ইচ্ছার প্রকাশ ঘটাতে পারে দেশের ফুটবল নিয়ে। আর গুরুত্বপূর্ণ এবং কৌশলগত সিদ্ধান্তটি নেয়ার ক্ষেত্রে তাদের মতামতেরও একটা গুরুত্ব থাকবে।’
আইএইচএস/বিএ