সাফ নারী ফুটবলে ভারতের শিরোপা জয়
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক পূরণ করেছে ভারতীয় নারী ফুটবল দল। সাফ নারী ফুটবলের তৃতীয় আসরের ফাইনালে তারা নেপালকে ৬-০ গোলে হারিয়ে টানা তিনবার শিরোপা জিতেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জিন্নাহ স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে প্রতিপক্ষ নেপালকে দাঁড়াতেই দেয়নি ভারত।
শুধু শিরোপাই নয়, ভারত গড়েছে নতুন এক ইতিহাসও। গত দুই আসরে এখন পর্যন্ত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচেও হারেনি ভারত।
ম্যাচে ভারতের মেয়েরা এক এক করে ছয়বার নেপালের জালে নিজেদের বল পাঠিয়েছে। কিন্তু গত দুই বারের রানার্সআপ নেপাল কোনোভাবেই ব্যবধান কমাতে সক্ষম হয়নি। ২০১২ সালে সাফ নারী ফাইনালেও নেপাল ৩-১ গোলে হেরেছিল ভারতের কাছে।