এক ম্যাচ নিষিদ্ধ উমর আকমল
কায়েদে আজম ট্রফির ফাইনালে পিসিবির নির্দেশনা মেনে পোষাক পরিধান করেননি উমর আকমল। যে কারণে ম্যাচ রেফারির শুনানিতে ‘শর্ত ভঙ্গে’র অপরাধে এক ম্যাচ নিষেধাজ্ঞার খড়গে পড়লেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে এই শাস্তি দেয়া হলেও, এটা আরোপিত হবে যে কোন পর্যায়ে যে কোন লেভেলের ক্রিকেটে। ফলে, ১৫ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারছেন না পাকিস্তানের এই ক্রিকেটার।
গত সপ্তাহের শুরুতেই কায়েদে আজম ট্রফির ফাইনালে সুই নর্দান গ্যাস পাইপলাইন্স লিমিটেডের বিপক্ষে খেলা ছিল ইউনাইটেড ব্যাংকের। যেখানে সুই নর্দান গ্যাস পাইপলাইনের হয়ে খেলেছেন উমর আকমল। পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম বলেন, ‘পিসিবি আমাদেরকে জানিয়েছে যে, গত সপ্তাহে করাচিতে একটি ম্যাচে নিয়ম ভঙ্গের অপরাধে এক ম্যাচ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উমর আকমলের ওপর। এই নিষেধাজ্ঞা যে কোন ধরনের, যে কোন পর্যায়ের ক্রিকেটেই প্রযোজ্য হবে। সুতরাং, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে উমর আকমলকে খেলাতে পারছি না আমরা।’
কায়েদে আজম ট্রফির ম্যাচ চলাকালে সুই নর্দান গ্যাসের জার্সিতে একটি মাত্র লোগো ব্যবহার করার অনুমতি রয়েছে। তাও কোন লোগো ব্যবহার করা যাবে তা পিসিবির অনুমোদনক্রমে হতে হবে; কিন্তু উমর আকমল পরেছিলেন অনুমোদনহীন লোগো সম্বলিত একটি জার্সি। যা পিসিবির কোড অব কন্ডাক্টের সরাসরি লঙ্ঘণ। এ কারণেই এমন শাস্তির মুখোমুখি হলো উমর আকমলকে।
আইএইচএস/আরআইপি