ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জিদানের প্রশংসা ঝরল গুরু ডমিনেখের মুখে

প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৮ জানুয়ারি ২০১৬

রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে জিনেদিন জিদানের ভবিষ্যৎ নিয়ে এ বার মুখ খুললেন তার সাবেক কোচ রেমন্ড ডমিনেখ। তার ভাষায়, ‘এখন কিন্তু ভক্তরা জিদানকে একজন কোচ হিসেবে দেখবে। সেখানে সফল না হলে নির্মম পরিণতি। আর সফল হলে ফ্রান্সের জাতীয় দলের কোচের আসন অপেক্ষা করে রয়েছে জিদানের জন্য।’

তেষট্টি বছরের ডমিনেখ দশ বছর আগে বিশ্বকাপে ফ্রান্সের কোচ হিসেবে বর্তমান রিয়াল কোচকে খুব কাছ থেকে দেখেছেন। যেখানে ফাইনালে ইতালির বিরুদ্ধে মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে দ্বিতীয়বার ফ্রান্সের বিশ্বকাপ জয়েই পানি ঢেলে দিয়েছিলেন জিদান। সে কথা মনে করিয়ে এদিন ডমিনেখ বলেন, ‘ফরাসি ফুটবলে জিজু ‘হিউম্যান গড’। ওর ক্যারিশমায় ভরা ফুটবল জীবন সাহায্য করবে রিয়াল মাদ্রিদ কোচ হিসেবেও। তবে মওসুম শেষে ফল খারাপ হলে কিন্তু জিদান তা শোধরানোর বেশি সময় পাবে না। তখন কিন্তু ওর জন্য নির্মম পরিণতি অপেক্ষা করে থাকবে।’ সঙ্গে এটাও বলেন, ‘জিদান খুব আবেগপ্রবণ। আর সেটাই ওকে অন্যদের চেয়ে আলাদা করেছে। কখনও সেটা খুব ভাল; কিন্তু কখনও সেটা বেশ খারাপ।’

এ প্রসঙ্গে মরিনহোকে টেনে এনে ডমিনেখ বলেন, ‘ফুটবল বড় নির্মম খেলা। মরিনহোকে সবাই সেরা হিসেবেই মানত এক সময়। আর এখন ওর অবস্থাটা দেখুন!’

তবে জিদানকে নিয়ে ইতিবাচক সম্ভাবনার কথাও শুনিয়েছেন তার গুরু। বলেছেন, ‘রিয়ালে সফল হলে জিদানের জন্য অপেক্ষা করে থাকবে ফ্রান্সের জাতীয় দলের দায়িত্বও। কারণ বর্তমান ফরাসি কোচ দিদিয়ের দেঁশমের পর কাউকে সে দলের হাল ধরার জন্য যদি বাছা হয়, তা হলে জিদানের চেয়ে ভাল বিকল্প আর কিছুই হয় না। তবে তার জন্য জিদানকে সবার আগে রিয়াল মাদ্রিদকে নিয়ে ভাল কিছু করে দেখাতে হবে।’

আইএইচএস/এমএস