ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেয়েকে টেনিস তারকা বানাতে চান সাকিব

প্রকাশিত: ০১:২৩ পিএম, ০৭ জানুয়ারি ২০১৬

শুক্রবার বয়স দুই মাস পূর্ণ হবে সাকিব কন্যা আলাইনা হাসান অব্রির। অথচ এখনই মেয়ের ভবিষ্যত নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মেয়েকে বাবার মত ক্রিকেট ব্যাট নয়, ধরাতে চান টেনিসের র্যাকেট। বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে খোশ গল্পের সময় কন্যা সন্তানের ভবিষ্যতের কথা জানান সাকিব।

সব বাবা-মাই চান সন্তান বড় হয়ে তাদের নিজেদের ছাড়িয়ে যাক। ব্যাতিক্রম নন বিশ্বসেরা অলরাউন্ডারও। মেয়েকে আরও বড় পরিসরে দেখতে চান তিনি। বড় হলে বাবার মতো ক্রিকেটার হবেন অব্রি? নাকি অন্য কিছু? এমন প্রশ্নে সাকিব বলেন, ‘মেয়েতো, তাই ক্রিকেটার হবে না, সে বড় হয়ে টেনিস কিংবা গলফ খেলবে।’

ভবিষ্যৎ চিন্তা ছাড়াও মেয়েকে নিয়ে আরও অনেক মজাদার তথ্য দেন সাকিব। স্ত্রী শিশিরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি তিনি। নিউইয়র্কে থাকাকালীন সদ্যজাত কন্যার প্রসঙ্গে সাবিক বলেন, ‘অব্রি আমার কোলেই বেশি থেকেছে। আমি যখন যেভাবে শুয়েছিলাম সেও সেভাবে শুয়ে থাকতে চেয়েছে। আর বেবি সিটিং করতে বেশ মজা। আমি ও শিশির দু’জন মিলেই এ কাজটি করেছি। আমার মেয়ের ডায়পার আমি বদলে দিয়েছি।’

উল্লেখ্য, বিপিএল শেষ হওয়ার কয়েকদিন পর মাকে নিয়ে সদ্য জন্ম নেওয়া কন্যাকে দেখতে নিউইয়র্কে যান সাকিব। বুধবার রাতে দেশে ফিরে আজ (বৃহস্পতিবার) প্রথম অনুশীলন করতে মাঠে আসেন সাকিব।

আরটি/আইএইচএস/এমএস