ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাকিবের শুভেচ্ছার সঙ্গে উপহারও পাচ্ছেন সোহান

প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৭ জানুয়ারি ২০১৬

প্রথমবারের মত বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তরুণ ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহান। জাতীয় দলে প্রথমবারেরমতো সুযোগ পাওয়ায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শুভেচ্ছা পেয়েছেন এই উদীয়মান তারকা। পাশাপাশি সোহানকে ব্যাটও উপহার দিচ্ছেন সাকিব। তাও একটি নয় তিনটি।

সদ্য জন্ম নেয়া কন্যা সন্তানকে দেখতে বিপিএল শেষ হওয়ার কিছুদিন পরই যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার মাকেও। তাই দল ঘোষণার পর সোহানের সঙ্গে দেখা হয়নি সাকিবের। বুধবার রাতে ঢাকায় ফেরার পর আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ড্রেসিংরুমে ঢোকার সময় সোহানের সঙ্গে দেখা হয় সাকিবের। এ সময় সোহানকে শুভেচ্ছা জানান তিনি। কুশলাদি জিজ্ঞেস করে সাকিব বলেন, ‘অভিনন্দন সোহান। তোমার জন্য তিনটি ব্যাটের অর্ডার দিয়েছি। কয়েকদিনের মধ্যেই চলে আসবে।’

সাকিব-সোহান আলাপচারিতার মাঝে হাজির হন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশের সেরা এই দুই তারকার সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন সোহান। এদিন জাতীয় দলের নিয়মিত অনুশীলন ছিল না। তবে দেশে ফিরে প্রথমবারের মত ঐচ্ছিক অনুশীলনে যোগ দেন সাকিব। তার সঙ্গে সৌম্য সরকার, সাব্বির রহমান ও নুরুল হাসান সোহানও ঐচ্ছিক অনুশীলন করেন।

আগামী ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে খুলনায়। তাই আগামী ১১ জানুয়ারি খুলনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে টাইগাররা।

আরটি/আইএইচএস/এমএস