ইয়াসিরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে পিসিবি
ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় সব ধরণের ক্রিকেট থেকে পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। তবে পাকিস্তান এই লেগ স্পিনারের সাময়িক নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এ ব্যাপারে পিসিবি জানিয়েছে, ইয়াসিরের দেহে প্রথম নমুনায় নিষিদ্ধ ওষুধের উপস্থিতি ধরা পড়ায় আইসিসিকে আর দ্বিতীয় নমুনা পরীক্ষার জন্য পিসিবি আবেদন জানাবে না। তবে পিসিবি’র আইন ও মেডিকেল বিষেশজ্ঞদের পরামর্শ অনুযায়ী ইয়াসিরের শাস্তির বিপক্ষে আপিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির কাছে শক্তিশালী প্রমাণ হিসেবে পিসিবি আপীলে জানাবে ইয়াসির উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রনের জন্য যে ওষুধ গ্রহণ করেছিল সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করেছিল। সেটা যে পারফরমেন্সের ওপর কোন প্রভাব ফেলবে সেটা তাদের জানা ছিল না।
পিসিবি সূত্র আরো নিশ্চিত করেছে, আইসিসির এন্টি ডোপিং কমিটির সাথে বিষয়টি নিয়ে আলোচনার জন্য খুব শিগগিরই পিসিবি আইন ও মেডিকেল দল পাঠাবে। সেখানেই যতটা সম্ভব নিষেধাজ্ঞার মাত্রা কমানোর জন্য অনুরোধ জানানো হবে। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠী জানিয়েছেন বোর্ড ইয়াসিরের পক্ষেই রয়েছে। এক্ষেত্রে পিসিবির পক্ষ থেকে যা করা সম্ভব তারা সেটা করবে।
এমআর/পিআর