ইংল্যান্ডের বর্ষসেরা রুনি
ইউরোর বাছাইপর্বে টানা ১০ ম্যাচে জয়ে দলকে নিয়ে গেছেন ইউরোর মূলপর্বে। দলের এই সাফল্যে নিজেও করেছেন ৭ গোল। সাথে ইংলিশ কিংবদন্তি কিংবদন্তি ববি চার্লটনের ৪৯ গোলের রেকর্ড ভেঙে হয়েছেন ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক। তার পুরস্কারটাও পেয়ে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ইংলিশ ফুটবলার। মঙ্গলবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ৩০ বছর বয়সী রুনিকে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের সম্মানে ভূষিত করেছেন।
এর আগে ২০০৮ ও ২০০৯ সালে টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন রুনি। মাঝে বিরতির পর ২০১৪ সালে তৃতীয়বারের মতো এই অর্জন নিজের করে নেন তিনি। এবারও টানা দ্বিতীয় এবং সর্বমোট চারবার ইংল্যান্ডের বর্ষসেরার পুরস্কার জয়ের স্বাদ পেলেন রুনি।
ইংল্যান্ড সমর্থকদের ৩৭ শতাংশ ভোট পেয়ে এই পুরস্কার জিতেন রুনি। ম্যানইউর রুনি ছাড়া স্টোকসিটির গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড বর্ষসেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের পুরুস্কার জিতেছেন। রুনি ও বাটল্যান্ড দু’জনই বার্লিনে আগামী ২৬ মার্চ এই পুরস্কার হাতে পাবেন।
এমআর/পিআর