ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়া উচিত অস্ট্রেলিয়ার : পিসিবি প্রধান

প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬

নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর এক রকম অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

পিসিবি প্রধান ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) এ ব্যাপারে পদক্ষেপ নিতে আহ্বান জানান। খবর ডন পত্রিকার

‘যদি কোনো দল কোনো নিশ্চিত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়, তাহলে স্বাগতিকদের ক্ষতিপূরণ দেয়া বাবদ তাদের অর্থ জরিমানার আওতায় আনা উচিত।’ মঙ্গলবার পাকিস্তানের বন্দরনগরী করাচীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড নিরাপত্তার অজুহাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট থেকে অস্ট্রেলিয়ার নাম প্রত্যাহারের ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, আমার কাছে ক্রিকেটারদের নিরাপত্তাই প্রথম। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। সে কারণে অস্ট্রেলিয়া সরকার থেকেই জানানো হয়েছে যাতে আমরা দল না পাঠাই।

এর আগে, অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় দলের। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে ঢাকায় আসতে বেঁকে বসে দলটি। শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত করে তারা। এবার একই পথে হাঁটলোও অনূর্ধ্ব-১৯ দলও।

বিএ

আরও পড়ুন