ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

যশোরে পৌঁছেই ঘাম ঝরালো মামুনুলরা

প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬

বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচের জন্য প্রস্তুত হতে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার বিকেলে যশোর পুলিশ লাইন মাঠে অনুশীলন করেছে মারুফুল হকের শিষ্যরা। কোচের নির্দেশনায় মামুনুল, এমিলিরা প্রস্তুতি শুরু করেছেনে শ্রীলঙ্কা বধ করে টুর্নামেন্টে শুভ সূচনা করতে।

আগামী ৮ জানুয়ারি যশোরে পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের চতুর্থ আসরের। আন্তর্জাতিক মানের এ টুর্নামেন্টের ৪টি খেলা অনুষ্ঠিত হবে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে শ্রীলংকারর মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচ খেলতে চারদিন আগেই সোমবার সন্ধ্যায় যশোরে এসে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউএস বাংলা এয়ারওয়েজের একটি বিমানে চড়ে যশোর বিমান বন্দরে পৌঁছায় মামুনুলরা। বিমান থেকে নেমে সোজা চলে যায় হোটেল হাসান ইন্টারন্যাশনালে।

মঙ্গলবার দুপুর আড়াইটায় বাংলাদেশ দলের কোচ মারুফুল হকের নেতৃত্বে যশোর পুলিশ লাইন মাঠে অনুশীলন শুরু কওে ফুটবলাররা। উদ্বোধনী ম্যাচের প্রস্তুতির জন্য দু’ঘণ্টা নিবিড় অনুশীলন কওে তারা।

Foodball

অনুশীলন শেষে বাংলাদেশ দলের কোচ মারুফুল হক বলেছেন, ‘উদ্বোধনী ম্যাচে পূর্ণ শক্তির বাংলাদেশ দল মাঠে নামবো। সাফের ব্যর্থতা ভুলে এই টুর্নামেন্টে ভাল ফুটবল দেশবাসীকে উপহার দিতে চায় ফুটবলাররা।’
 
আর ফুটবলাররাও মুখিয়ে আছে এই ম্যাচের জন্য- জানালেন অধিনায়ক মামুনুল। তিনি জানান, ‘ফুটবলাররা তাদের যোগ্যতার প্রমাণ মাঠে দেয়ার জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছেন। উদ্বোধনী ম্যাচে শ্রীলংকা হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করেই টুর্নামেন্ট শুরু করতে চাই আমরা।’

এদিকে, যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে এ টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। মাঠ এবং গ্যালারি সংস্কার কাজ প্রায় সম্পন্নের পথে। ম্যাচের আগের দিন দুপুরের মধ্যেই মাঠ বাফুফে’র কাছে হস্তান্তর করা হবে জানিয়েছেন যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান মিঠু।

আইএইচএস/এমএস