ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অস্ট্রেলিয়ার আচরণে হতাশ বিসিবি

প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬

আবারো বাংলাদেশকে অবহেলা করলো অস্ট্রেলিয়া। আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করছে না ক্রিকেটের মোড়ল দেশটি। রাষ্ট্রীয় মর্যাদায় সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দেওয়ার পরও মন গলেনি তাদের। আইসিসির আশ্বাস সত্ত্বেও বিশ্বকাপেরমত আসর বয়কট করলো তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এমন আচরণে দারুন হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অস্ট্রেলিয়াকে ছাড়াই সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করার প্রত্যয় জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

মঙ্গলবার বিসিবি কার্যালয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘খুবই হতাশাজনক। একটা অংশগ্রহণকারী দেশ (অস্ট্রেলিয়া) আইসিসিতে তাদের নাম প্রত্যাহারের কথা জানিয়েছে। তারপরও আমরা আশাবাদী এই টুর্নামেন্টটি সফলতার সঙ্গেই শেষ করতে পারবো। আইসিসির মিডিয়া রিলিজ আপনারা দেখেছেন, ওইখানে সব বিষয়গুলো পরিস্কারভাবে বলা আছে। আইসিসির সঙ্গে আমরাও আশাবাদী টুর্নামেন্টটি সফলতার সঙ্গেই শেষ করতে পারবো।’

অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোন দেশের এমন কোন সমস্যা নেই বলে জানিয়েছেন নিজামউদ্দিন। অসিদের নিরাপত্তার অজুহাত নিয়ে তিনি আরও বলেন, ‘আমরা তাদের রাষ্ট্রীয় মর্যাদায় ভিভিআইপি নিরাপত্তার আশ্বাস দিয়েছিলাম। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই টুর্নামেন্টের নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা দেয়া হয়েছে। আমরা আমাদের দিক থেকে যতটুকু করার তা করেছি। তবুও তারা নেতিবাচক সিদ্ধান্ত নিল। এটা খুবই হতাশাজনক।’

উল্লেখ্য, গত অক্টোবরে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল। নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেবার ক্রিকেট দল বাংলাদেশে আসেনি। তবে ক্রিকেট দল না আসলেও ফিফা-এফএফসির বাধ্যবাদকতার কারণে তাদের ফুটবল দল ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসতে হয়েছিল। না হয়, ফিফা থেকে নিষিদ্ধ হতে হতো তাদের।’

আরটি/আইএইচএস/এমএস