ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নতুন বছরে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ মাহমুদউল্লাহর

প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৬

ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্য দিয়ে স্বপ্নের মত একটি বছর শেষ হলো বাংলাদেশ জাতীয় দলের। নতুন বছরে পদার্পনের সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জের সামনে টিম বাংলাদেশ। চলতি বছরেই শুরুতেই একাধিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছে মাশরাফিরা। গত বছরে ওয়ানডে ক্রিকেটে সাফল্যের ধারাবহিকতা ধরে রেখে এ বছর টি-টোয়েন্টিতেও নিজেদের মেলে ধরতে চান বলে জানালেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।

রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘এ বছর অনেকগুলো খেলা হবে। প্রথম টি-টোয়েন্টি সিরিজ, এরপর এশিয়া কাপ এবং বিশ্বকাপ। আশা করি আমরা ভালো একটি প্রস্তুতি নিতে পারবো। বিশ্বকাপের আগে আমাদের সামনে দুটি টুর্নামেন্ট আছে। সবগুলো সিরিজেই ভালো করার চেষ্টা করবো। গত বছরের সাফল্য ধরে রাখা আমাদের দায়িত্ব। এখান থেকে পেছানোর সুযোগ নেই আমাদের। আরও সামনে এগিয়ে যাওয়ার সময় এখন। আরও ভালো ভাবে পরিশ্রম করে এগিয়ে যেতে পারবো।’

গত বছরে ওয়ানডেতে ভালো করলেও টি-টোয়েন্টিতে চিরাচরিত দুর্বলতা রয়ে গেছে বাংলাদেশ দলের। তবে মাহমুদউল্লাহ সে সব নিয়ে ভাবছেন না। ইতিবাচক ক্রিকেট খেলে আরও সামনে এগিয়ে যাওয়া সম্ভব বলে জানান এই ব্যাটসম্যান। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘গত বছর আমার যেমন আক্রমণাত্মক এবং ইতিবাচক ক্রিকেট খেলেছি। তেমন ক্রিকেট খেলতে পারলে এই সংস্করণেও ভালো ফলাফল আনা সম্ভব। আমাদের ইতিবাচক মানসিকতা দেখাতে হবে। এখানে আমাদের অনেক কিছু করার আছে।’

উল্লেখ্য, আগামী ১৪ জানুয়ারি থেকে জিম্বাবুয়ের বিপক্ষে চার টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে ২০১৬ অভিযান।

আরটি/আইএইচএস/আরআইপি