একই দলে তামিম-রিয়াদ, প্রথম সেটে দল পেলেন যারা
শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। প্রথম সেটে দুই রাউন্ডে দল পেয়েছেন ১২ জন দেশি ক্রিকেটার। বিসিবির অধীনে থাকা ঢাকা দলে খেলবেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
ড্রাফটের আগে অটো চয়েজ হিসেবে মাহমুদউল্লাহকে নিয়েছিল ঢাকা। আজ ড্রাফটে প্রথম ডাকের সুযোগ পেয়েই তামিমকে নিয়েছে তারা। ড্রাফট টেবিলে বিসিবির পক্ষে ঢাকার টেবিলে বসেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
এছাড়া প্রথম সেটে দল পেয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, কাজী নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম রুবেল হোসেনরা।
একনজরে দেখে নেওয়া যাক প্রথম সেটের দুই রাউন্ডে কোন দলে সুযোগ পেলেন কে
কুমিল্লা - লিটন দাস ও শহিদুল ইসলাম
ঢাকা - তামিম ইকবাল ও রুবেল হোসেন
সিলেট - মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুন
খুলনা - শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার
চট্টগ্রাম - শরিফুল ইসলাম ও আফিফ হোসেন ধ্রুব
বরিশাল - কাজী নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত
সবমিলিয়ে ছয় দলের অবস্থা দাঁড়ালো
খুলনা
দেশি - মুশফিকুর রহীম, শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার
বিদেশি- থিসারা পেরেরা, নবীন উল হক ও ভানুকা রাজাপাকশে
বরিশাল
দেশি - সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত
বিদেশি - ক্রিস গেইল, মুজিব উর রহমান ও দানুশকা গুনাথিলাকা
চট্টগ্রাম
দেশি - নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও আফিফ হোসেন ধ্রুব
বিদেশি - বেনি হাওয়েল ও কেন্নার লুইস
কুমিল্লা
দেশি - মোস্তাফিজুর রহমান, লিটন দাস ও শহিদুল ইসলাম
বিদেশি - নেই
ঢাকা
দেশি - মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও রুবেল হোসেন
বিদেশি - ইসুরু উদানা, কাইস আহমেদ ও নাজিবউল্লাহ জাদরান
সিলেট
দেশি - তাসকিন আহমেদ,মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুন
বিদেশি - দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস ও কলিন অ্যালেক্সান্ডার
এসএএস/জিকেএস