ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রথম টুর্নামেন্টেই ম্যাচসেরা, দারুণ খুশি গোলরক্ষক বিপ্লব কুজুর

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর।

দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়েছেন বাংলাদেশের গোলরক্ষক। তা নাহলে গোলের ব্যবধান বাড়িয়ে নিতে পারতো ধারে-ভারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা দলটি।

ম্যাচসেরা পুরস্কার জিতে বিপ্লব কুজুর প্রতিক্রিয়া জানান এভাবে, ‘কোচ বলেছিলেন, একটা ম্যাচ খারাপ গেছে। হতেই পারে। তাতে কোনো সমস্যা নেই। কোরিয়া ম্যাচের আগে কোচ সবাইকে উজ্জীবিত করেছেন।’

বাংলাদেশ গোলরক্ষক যোগ করেন, ‘প্রথম ম্যাচ খারাপ করার পর সবাই নেতিবাচকভাবে দেখছিল। এ ম্যাচের আগে আমরা সিরিয়াস ছিলাম। কোরিয়ার ভিডিও দেখেছি। তাদের কিভাবে আটকানো যায়, তা নিয়ে কাজ করেছে কোচিং স্টাফ। কোচ আমাদের ওপর বিশ্বাস রেখেছিলেন। রক্ষণের পাশাপাশি আক্রমণে ওঠার নির্দেশনা ছিল।’

ম্যাচসেরা হতে পেরে দারুণ খুশি বিপ্লব। বলেছেন, ‘এটিই জাতীয় দলে আমার প্রথম টুর্নামেন্ট। ম্যান অব দ্য ম্যাচ হতে পেরে ভালো লাগছে। প্রথম কোয়ার্টারের পর কোচ ধারাটা ধরে রাখতে বলেছিলেন। শেষপর্যন্ত এটা ধরে রাখতে হবে। আমরা সে চেষ্টা করেছি।’

বাকি ম্যাচ সম্পর্কে বিপ্লব কুজুর বলেছেন, ‘আমরা প্রতিটি ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনা করছি। প্রথম ম্যাচের আগে কেবল ভারতকে নিয়েই চিন্তা করেছি। পরের ম্যাচগুলো নিয়েও কোচ নিজের পরিকল্পনা দেবেন। সে অনুযায়ী আমরা মাঠে খেলার চেষ্টা করবো।’

আরআই/এমএমআর/এএসএম