ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতের মুখের গ্রাস কেড়ে নিলো দক্ষিণ কোরিয়া

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১

চতুর্থ মিনিটেই ভারতের গোল। ৩৩ মিনিটে দ্বিগুণ। ম্যাচটি কি তাহলে একপেশে হতে যাচ্ছে? টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া দলটির খেলার ধারও বলে দিচ্ছিল, দক্ষিণ কোরিয়া হয়তো কুলিয়ে উঠতে পারবে না।

কিন্তু খেলাটি যখন হকি, তখন কোনোকিছুতেই ভরসা নেই। দক্ষিণ কোরিয়া সেটা প্রমাণ করেই ম্যাচ শেষ করেছে। ভারতের বাড়াভাতে ছাই ছিটিয়ে ছিনিয়ে নিয়েছে এক পয়েন্ট।

ম্যাচের আগে ফেভারিট ছিল ভারত, ম্যাচেও তাই। কিন্তু দক্ষিণ কোরিয়া যে এভাবে টক্কর দেবে বিশ্ব র্যাংকিংয়ে তিনে থাকা ভারতকে, সেটা শুরুর দিকে আন্দাজ করা যায়নি।

দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি কোরিয়ানরা। ম্যাচের সময় যতো গড়িয়েছে ততই নিজেদের গুছিয়ে নিয়েছে। তাদের লড়াকু মেজাজের খেলাতেই শেষ পর্যন্ত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির উদ্বোধনী ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ভারত শিবিরে হাসি ফুটেছিল চতুর্থ মিনিটে। হাসি ফুটিয়েছিলেন ললত কুমার উপধ্যায় দর্শনীয় এক গোল করে। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে আর গোল হয়নি।

ভারত ব্যবধান দ্বিগুণ করে তৃতীয় কোয়ার্টারে গিয়ে। এবার গোলদাতা হারমানপ্রীত। আর গোলের উৎস ছিল পেনাল্টি কর্নার। ৩৩ মিনিটে হার্দিক সিংয়ের পুশ, মানপ্রীত স্টপ করলে গোল করেন হারমানপ্রীত।

তৃতীয় কোয়ার্টারে টানা তিনটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় দক্ষিণ কোরিয়া। কিম হিউনজিনের পুশ, কিম শুন ইয়ন স্টপ করলে গোল করেন জেন জং ইউন। নাটকের শেষ সেখানেই নয়। চতুর্থ কোয়ার্টারের খেলা শুরুর পরপরই কোরিয়া ফিরে আসে ম্যাচে।

ভারতের গোলমুখে সৃষ্ট জটলা থেকে কিম সুং ইউন দারণে কানেক্ট করেন বলে। ভারতীয় গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে ফেরে ভারত।

আরআই/এমএমআর