ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাশরাফিদের প্রশংসায় বিসিবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫

এমন একটি সফল বছরের স্বপ্নও কি দেখতে পেরেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা? বছরের শুরুতে বিশ্বকাপ, এরপর স্বপ্নের মতো কেটে গেছে বছরের বাকি সময়টা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়। স্বপ্নের চেয়েও বেশি কিছু। ঘরের মাঠে টানা পাঁচটি সিরিজ জয়। টিম মাশরাফির এমন পারফরম্যান্সে দারুণ সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানালেন এই সন্তুষ্টির কথা।

২০১৫ সালের ক্রিকেটে বাংলাদেশের প্রাপ্তি মূল্যায়ন করতে গিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, এ বছরের সামগ্রিক পারফরম্যান্স ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দল অন্যরূপে তুলে ধরেছে। ২০১৫ সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য আমি বলবো অন্যতম সফল একটি বছর। বিশ্বকাপসহ ঘরের মাটিতে চারটি সিরিজের পারফরম্যান্স বাংলাদেশ দলকে ভিন্ন রূপে ক্রিকেট দুনিয়ায় তুলে ধরেছে। এক্ষেত্রে শুধু জাতীয় দলের পারফরম্যান্সটাই বিবেচনায় রেখে বলা যায় এই বছরটা অত্যন্ত সফল একটি বছর ছিল।’

তিনি আরো বলেন, ‘এ বছর আমরা প্রথমবারের মতো বিশ্বকাপে একটা সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পেরেছি। এছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ আমাদের হয়ে গেছে। একই বছরে আমাদের ওয়ানডে অবস্থানটা সাতে চলে এসেছে। এসব ভালো অর্জন।’

শুধু দলগত নয় ব্যক্তিগত সাফল্যেও বাংলাদেশের খেলোয়াড়রা ক্রিকেটবিশ্বে আলাদা একটি স্থান করে নিয়েছে। সাকিব যেমন তিন ফরম্যাটে শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছেন, ঠিক তেমনি প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসে মুস্তাফিজুর রহমান আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন।

নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ব্যক্তিগত অর্জন তো অনেক আছে। সাকিব তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হয়েছে। মুস্তাফিজুর রহমানের আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ হয়েছে। সিরিজ জয়ের বিষয়টা তো আপনারা জানেন। পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়। স্বপ্ন যেটা ছিল সেটা অনেকটাই পূরণ হয়েছে।’

মাশরাফিদের দলীয় সাফল্যের প্রশংসা করে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে দলীয় পারফরম্যান্সের কারণে আমাদের সামর্থ্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। গত ২০১৪তে আমরা এককভাবে বিশ্বকাপ টি-২০, এশিয়া কাপটা করেছিলাম। এ বছরও আমরা বেশ কিছু আন্তর্জাতিক সিরিজ আমরা করেছি। বছরের শেষে বিপিএল আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল। এটাও আমরা সফলভাবে করতে পেরেছি। তাই আমি মনে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আগের চেয়ে অনেক শক্ত হয়েছে।’

আইএইচএস/বিএ

আরও পড়ুন