ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মারুফুলই থাকছেন ফুটবল দলের কোচ

প্রকাশিত: ০৩:৩০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৫

সাফ ফুটবলে ব্যার্থতার দায় নিয়ে কেরালা থাকতেই আর দায়িত্ব পালন না করার ঘোষণা দিয়েছলেন কোচ মারুফুল হক। তখন তিনি বলেছিলেন, বাফুফে চাইলেও আমি কোচের দায়িত্ব পালন না করার পক্ষে। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অনুরোধে নিজের অবস্থান থেকে সরে আসলেন মারুফুল। বাফুফে সভাপতি তাকে অনুরোধ করেছেন বঙ্গবন্ধু গোল্ডকাপেও জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালন করতে। শেষে পর্যন্ত রাজি হলেন মারুফুল হক।

কোচ মারুফুল হকের জাতীয় ফুটবল দলের দায়িত্ব ছিল সাফ সুজুকি কাপ পর্যন্ত। তবে এবার দায়িত্ব নিলেও সেটা কি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল পর্যন্ত নাকি এরপরও প্রলম্বিত হবে দায়িত্বটা, তা পরিস্কার করেনি কোনো পক্ষ।

সাফ সুজুকি কাপে আফগানিস্তান ও মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের শোচনীয় হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ভারতের কেরালায় অবস্থানকালেই মারুফুল হক ঘোষণা দিয়েছেন মেয়াদ না বাড়ানোর। তাই বাফুফে মারুফুলকে একটু আগেভাগেই ঢাকায় এনেছেন বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে আলোচনার জন্য। আজ (বুধবার) বাফুফে ভবনে কোচের সঙ্গে আলোচনা করেন কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতির সঙ্গে আলোচনার পর আসন্ন বঙ্গবন্ধু কাপেও জাতীয় দল নিয়ে কাজ করার দায়িত্ব পেয়েছেন তিনি। কাজী সালাউদ্দিনের সঙ্গে এক বৈঠকে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে টেকনিক্যাল বিষয়ে কথা বলেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হবে ৮ জানুয়ারি। এ টুর্নামেন্টের জন্য বেশিদিন প্রস্তুতির সময় পাচ্ছে না ফুটবল দল। যশোরে বাংলাদেশের প্রথম ম্যাচ উদ্বোধনী দিনে। তাই কেরালার দলটিই অপরিবর্তিত থাকছে প্রায়। ডিফেন্ডার নাসির বাদ পড়ছেন। আর ২/৩ জন যোগ করে প্রস্তুতি শুরু করবেন মারুফুল হক।

আইএইচএস/পিআর