ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিসিবির চুক্তিতে নতুন তিন : বাদ পুরনো দুই

প্রকাশিত: ০৬:৪১ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫

অভিষেকের পর থেকেই একের পর এক ঝলক দেখিয়ে এসেছেন মুস্তাফিজুর রহামান। ২০১৫ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্বপ্নের মত কাটানো সময়ের অন্যতম কারিগর ছিলেন এই নবীন তারকা। আর তার সঙ্গে সৌম্য সরকার এবং সাব্বির রহমানও দুর্দান্ত সময় কাটিয়েছেন। আর তার পুরস্কার হিসাবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন এই টাইগাররা। আর চুক্তি থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও শফিউল ইসলাম।

এক বছর মেয়াদী চুক্তির কাঠামোতে আসা নতুন তিন ক্রিকেটারের ঠাঁই হচ্ছে ডি ক্যাটাগরিতে। যেখানে আরও রয়েছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি, তাইজুল ইসলাম ও পেসার আল-আমিন হোসেন। এ-প্লাস ক্যাটাগরিতে আগে ছিলেন চার ক্রিকেটার। এবার এই ক্যাটাগরির সদস্য একজন বাড়ছে। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালদের সঙ্গে এ-প্লাস ক্যাটাগরিতে জায়গা হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের।

২০১৬ সালের চুক্তিতে এ ক্যাটাগরিতে থাকছেন না কোনো ক্রিকেটার। বি ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার। তারা হলেন ইমরুল কায়েস, নাসির হোসেন ও রুবেল হোসেন। সি ক্যাটাগরিতে মুমিনুল হক একাই আছেন।  ২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী এ-প্লাস শ্রেণীর ক্রিকেটারের মাসিক বেতন ছিল ২ লাখ টাকা। বাকি ‘এ’ শ্রেণীতে ১ লাখ ৭০ হাজার, ‘বি’শ্রেণীতে ১ লাখ ২০ হাজার, ‘সি’ শ্রেণীতে ৯০ হাজার ও ‘ডি’ শ্রেণীতে ৬০ হাজার টাকা ছিল ক্রিকেটারদের মাসিক বেতন। অধিনায়ক বাড়তি ২০ হাজার ও সহ-অধিনায়ক ১০ হাজার টাকা দায়িত্ব ভাতা পেতেন।

এমআর/পিআর