ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত: ০৩:০৭ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫

কোচ মারুফুল হক আর মাঠের নেতা মামুনুল ইসলামের আগাম দায়িত্ব ছাড়ার ঘোষণার পর নিয়মরক্ষার ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবেন মামুনুলরা। ভারতের কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। স্টার স্পোর্টস ফোর সরাসরি সম্প্রচার করবে।

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকছে। টানা কয়েকটি আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে লাল-সবুজদের। সাফের এবারের আসরের শুরুটা মোটেও ভাল হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচেই আফগানদের বিপক্ষে ৪-০ গোলে উড়ে গেছে লাল-সবুজের দল। শেষ রক্ষা হয়নি মালদ্বীপের বিপক্ষে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচেও। দলটির বিপক্ষে ৩-১ গোলে হেরে ছিটকে গেছে শেষ চারে ওঠার লড়াই থেকে। এবার মামুনুলদের সামনে প্রতিপক্ষ ভুটান। প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জয় নিয়ে সাফের এবারের আসরে সান্ত্বনার জয় পাওয়ার আপ্রাণ চেষ্টা করবে টিম বাংলাদেশ।

অন্যদিকে, ভুটানও সাফের এবারের আসরে একেবারেই ভাল করতে পারেনি। প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে ৩-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে আফিগানিস্তানের বিপক্ষে ৩-০ গোলে হেরে ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকে। তাই নিয়ম রক্ষার এই শেষ ম্যাচে তারাও চাইবে বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে সাফের এবারের আসেরে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে।

এমআর/এমএস