সাফ ব্যর্থতা খুঁজতে বাফুফের তদন্ত কমিটি
আগের সব ব্যর্থতা ঘুচিয়ে এবার সাফল্যের মুকুট ছিনিয়ে আনবেই বাংলাদেশ দলের ফুটবলাররা। সাফ চ্যাম্পিয়নশিপে যাত্রার প্রাক্কালে এমন কথাই বাংলাদেশ দলের ফুটবলার, কোচ এবং কর্মকর্তাদের মুখ থেকে শোনা গিয়েছিল বারবার; কিন্তু মুখের কথায় খই ফোটালেও মাঠের খেলায় আগের চেহারাতেই বাংলাদেশ। আগের চেহারা বললেও ভূল হবে। বরং, বলা উচিৎ আরও তলানীতে নেমে গিয়েছে।
আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হারের পর মালদ্বীপের কাছেও ৩-১ গোলে বিধ্বস্ত হলো বাংলাদেশ। সাফের মত টুর্নামেন্টে গিয়ে এমন ভরাডুবির পর টনক নড়েছে বাফুফেরও। মামুনুলদের এমন পারফরম্যান্সে যারপরনাই ক্ষুব্ধ বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। ফুটবলারদের কাছে এমন পারফরম্যান্স প্রত্যাশা করেননি তিনি। দলের প্রস্তুতিতে তো কোন ঘাটতি ছিল না। এ কারণেই বাফুফে সভাপতি আজ (রোববার) ঘোষণা দিয়েছেন, সাফে ব্যর্থতার তদন্ত করা হবে। এ জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে যতটা দ্রুত সম্ভব রিপোর্ট দিতে বলা হয়েছে।
শুধু তাই নয়, জাতীয় দল ব্যাবস্থাপনায় যারা কাজ করছেন, সেই কমিটির ভেতরেও আমূল পরিবর্তণ আনা হবে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে কমিটির সবাইকে সরিয়ে দেয়ার ঘোষণা দেন কাজী সালাউদ্দিন। বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা শেষে এ ঘোষণা দেন তিনি।
বাফুফের সভা শেষে সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, বাংলাদেশ দলের এমন ব্যর্থতা কোন ভাবেই মেনে নেয়া যায় না। নিজেদের যোগ্যতা অনুযায়ীও খেলতে পারেনি ফুটবলাররা। কেন এই ব্যর্থতা তা খতিয়ে দেখতেই শেখ মোহাম্মদ আসলাম, ইলিয়াস হোসেন ও আজমল আহমেদ তপনকে নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তাদের রিপোর্ট পাওয়ার পরই ব্যবস্থা নেবে বাফুফে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাম মুর্শেদী বলেন, কঠোর পদক্ষেপ নেয়ার ইচ্ছা থাকলেও এ মুহুর্তে তা করা যাচ্ছে না। কারন জানুয়ারিতেই ঢাকায় বসতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর। এই টুর্ণামেন্টে বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল নামে দুটি দল খেলবে। জাতীয় দলকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান সাবেক এই তারকা ফুটবলার।
১৭টি এজেন্ডা নিয়ে বাফুফের সভাটি হলেও মূল বিষয় ছিলো বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন। সালাম মুর্শেদী বলেন, আটটি দল নিয়ে জানুযারিতে আন্তর্জাতিক এই টুর্নামেন্টের চতুর্থ আসর বসছে। আগামী ২৯ ডিসেম্বর টুর্নামেন্টর অর্গানাইজিং কমিটির প্রথম সভাটি অনুষ্টিত হবে। একই সাথে টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে গ্রুপ নির্ধারনী ড্র অনুষ্টিত হবে। অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, কম্বোডিয়া, নেপাল, বাহরাইন, স্বাগতিক বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল।
এদিকে বাফুফে ভবনে আরামবাগ ক্লাবের সমর্থকদের আক্রমনের ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন: হারুনুর রশীদ, সালাম মুর্শেদী ও ফজলুর রহমান বাবুল। এই কমিটিকে আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে সময় বেঁধে দেয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই ক্লাবটির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেই জানান সালাম।
আইএইচএস/আরআইপি