ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বার্সার হয়ে খেলা আনন্দের: সুয়ারেজ

প্রকাশিত: ১১:১৮ এএম, ১৮ নভেম্বর ২০১৪

বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ জানিয়েছেন কাতালনদের হয়ে ফুটবল খেলাটা চরম আনন্দের ব্যাপার। তিনি আরো জানান যে বার্সার হয়ে মাঠে খেলছেন যা একরকম অবিশ্বাস্য।

বিশ্বকাপের পর মৌসুমের দল বদলে লিভারপুল থেকে ৮৮ মিলিয়ন ইউরোর বিনিময় বার্সায় পাড়ি জমান সুয়ারেজ। আর বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও চিলেল্লিনিকে কামড় মেরে চার মাস ফুটবল থেকে নিষিদ্ধ হওয়া উরুগুইয়ান এই তারকা এখন পর্যন্ত স্প্যানিস ক্লাবটির হয়ে তিনটি ম্যাচ খেলেছেন।

এদিকে ক্লাবের হয়ে সুয়ারেজ খেলতে পারলেও তার জাতীয় দলের হয়ে তিনি প্রতিযোগিতা মুলক ম্যাচে খেলবেন আগামী বছর কোপা আমিরিকাতে। তবে ক্যাম্প ন্যুতে তিনি ধারাবাহিকভাবে খেলবেন।

সুয়ারেজ বলেন, এটা আমার জন্য খুবই আনন্দের যে আমি বার্সার হয়ে খেলছি।

তিনি আরো বলেন, যখন ‍আমি ছোট ছিলাম তখন বার্সায় বেড়াতে আসতাম। আর তখন আমি এখানে খেলার স্বপ্ন দেখতাম। আর এখন আমি এটা বিশ্বাসই করতে পারছি না। মাঝে মাঝে আমার কাছে ব্যাপারটি অবাস্তব মনে হয়।