ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বসনিয়ার শিশুদের সাহায্যার্থে মেসি

প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫

বসনিয়ার একটি হাসপাতালের সাহায্যার্থে নিজের স্বাক্ষর করা জার্সি পাঠিয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বসনিয়ার ত্রাভনিক শহরে অবস্থিত হাসপাতালটির শিশুরোগ চিকিৎসা কেন্দ্রের জন্য নিজের স্বাক্ষর করা একটি জার্সি প্রেরণ করেন এই আর্জেন্টাইন।

শুক্রবার বসনিয়ার মানবাধিকার কর্মী জাসমিনা ফাজকিচ জানান, হাসপাতালটির জন্য নতুন চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের লক্ষ্যে মেসির জার্সিসহ বেশকিছু ক্রীড়া তারকাদের জার্সি নিলামে তোলা হবে।

ফাজকিচ মেসির স্বাক্ষরিত জার্সির জন্য কাতালান মানবাধিকার কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে কাতালান মানবাধিকার কর্মীরা শিশুদের চিকিৎসা সুবিধা বৃদ্ধির মেসির কাছ থেকে জার্সি নিয়ে ফাজকিচকে পাঠান।

এই জার্সি গুলো নিলাম আগামী ২১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। মেসির জার্সি ছারাও সেখানে রিয়াল মাদ্রিদের ক্রোয়েশীয়ান তারকা মাত্রো কোকাভিচ, বসনিয়ান মিরালেম জানিক, এবং এডেন জেকোর জার্সিও থাকবে।

আরটি/আইএইচএস/আরআইপি