ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পুরনোরাও ফিরছে অনুশীলন ক্যাম্পে

প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫

আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ আসর। এর আগে রয়েছে এশিয়া কাপের মত বড় আসর। সুতরাং, বিশ্বকাপের আগ পর্যন্ত এই সংস্করণের ক্রিকেটকেই প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ। এ কারণে সামনে লম্বা সময় ধরে বাংলাদেশকে খেলতে হবে টি-টোয়েন্টি ক্রিকেট। ফলে টুর্নামেন্ট শুরুর আগে ব্যাপক প্রস্তুতি নিতে যাচ্ছে বাংলাদেশ দল। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
ইতোমধ্যেই ক্যাম্পের জন্য প্রাথমিক একটা দলও তৈরি করে ফেলেছেন নির্বাচকরা। দুই-একদিনের মধ্যেই সে দলটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। প্রাথমিক দলে থাকবে ২৫-২৭ জন ক্রিকেটার।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফারুক আহমেদ বলেন, ‘আমরা এরই মধ্যে একটা প্রাথমিক স্কোয়াড তৈরি করে ফেলেছি। এটা আজ-কালের মধ্যে বোর্ডে জমা দেব। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ক্যাম্প। প্রথমে কন্ডিশনিং ক্যাম্প তারপরে স্কিল। তাই দুই একদিনের মধ্যে প্রাথমিক দলটা আপনারা পেয়ে যাবেন।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থেকে পাওয়া নতুন খেলোয়াড়দের সঙ্গে পুরনো কিছু খেলোয়াড়ের পারফরমেন্সে মুগ্ধ নির্বাচকরা। তাই নতুনদের পাশাপাশি বেশ কিছু পুরানো খেলোয়াড়দের নিয়েও ভাবছেন তারা। এ প্রসঙ্গে বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশের সেরা একটা দল তৈরি করতে। সে ক্ষেত্রে যারা নিকট অতীতে বাংলাদেশ দলে খেলেনি; কিন্তু তারা বিপিএলে খুব ভালো খেলছে। তাই তাদের সুযোগ দিলে আগামীতে আরো ভালো করতে পারবে এমন কিছু বিবেচনায় ছিল। এছাড়া দুই-একজন উঠতি তারকা আমাদের চোখে পড়েছে। তাই এই পরিবেশে রাখলে ওই খেলোয়াড় কি রকম পারফরম্যান্স করে সেটাও আমরা দেখবো।’

আরটি/আইএইচএস/আরআইপি