ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চার বছর নিষিদ্ধ হচ্ছেন পেরেরা!

প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

মাদক গ্রহণের দায়ে চার বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হতে পারেন শ্রীলংকান উইকেটরক্ষক কুশল পেরেরা। দ্বিতীয়বার তার শরীরে নিষিদ্ধ ঘোষিত পদার্থের প্রমাণ পাওয়ায় এ শাস্তি পেতে যাচ্ছেন পেরেরা। এর আগে চলতি মাসের প্রথম দিকে একবার মাদক পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন তিনি।

শ্রীলংকার ক্রীড়া মন্ত্রী দয়াসিরি জয়াসেকারা বলেন, `ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) জানিয়েছে সে(পেরেরা) চার বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন। তবে আমরা এ শাস্তির বিরুদ্ধে আমরা আপীল করার কথা ভাবছি।`

মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়া শ্রীলংকান দ্বিতীয় ক্রিকেটার হলেন পেরেরা। এরআগে ২০১১ সালের বিশ্বকাপে মাদক পরীক্ষায় ধরা পড়ে নিষিদ্ধ হয়েছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। চলমান নিউজিল্যান্ড সফরে ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হরা শ্রীলকা দল থেকে বাদ দেয়া হয়েছিল পেরেরাকে।

এমআর/পিআর